Horoscope: স্নেহের পাহাড় এদের মন, এই রাশিরগুলি যে কোনও মানুষের মনেই জায়গা করে নেয়

জ্যোতিষ অনুযায়ী বলে দেওয়া যায় কোন কোন রাশির জাতক ও জাতিকা অত্যন্ত স্নেহ প্রবণ হয়। এই রাশিগুলি প্রেম, কোমলনার প্রতীক হিসেবেই পরিচিত।

রাশিচক্র অনুযায়ী প্রত্যেক রাশির মানুষেরই একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। জ্যোতিষ অনুযায়ী বলে দেওয়া যায় কোন কোন রাশির জাতক ও জাতিকা অত্যন্ত স্নেহ প্রবণ হয়। এই রাশিগুলি প্রেম, কোমলনার প্রতীক হিসেবেই পরিচিত।

১. কর্কট রাশি

Latest Videos

এই রাশির জাতক ও জাতিকারা অত্যন্ত স্নেহপ্রবণ হয়। এরা যত্নতে প্রথম হয়। অত্যন্ত সহানুভূতি প্রবণ হয়। এদের উষ্ণ আলিঙ্গনের জন্য অনেকেই হাপিত্তেশ করে বসে থাকে। এরা অনেকের প্রিয় আশ্রয়স্থলেও পরিণত হয়।

তুলা রাশি

এই রাশির জাতক ও জাতিকারা সম্প্রীতি ও সংযোগের শেষ কথা । এদের আবেগ দেখার মত হয়। এরা সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত সচেতন হয়। বোঝাপড়া দুর্দান্ত হয়। এরা রোমান্টিক প্রকৃতির হয়।

মীন রাশি

এই রাশির জাতক ও জাতিকারা স্বপ্নময় হয়। কল্পনাপ্রবণ হয়। এদের আবেগ গভীর হয়। এরা নদীর মত প্রবাহিত হতেই পছন্দ করে। এদের প্রেমের কোনও সীমা হয় না।

সিংহ রাশি

এই রাশির জাতক ও জাতিকারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। এদের উষ্ণতা আর আবেগ প্রবণ মনোভাবের জন্য এরা সকলেরই প্রিয় হয়। এদের উদারতা ও অকৃত্রিমতা সকলেরই প্রিয়। প্রেমের রাজ্যে এরা সর্বদাই রাজা হয়।

বৃষ রাশি

এই রাশির জাতক ও জাতিকারা আনন্দে থাকতে ভালবাসে। তবে জীবনের সূক্ষ্ম জিনিসগুলির প্রতি এদের প্রবল নজর থাকে। অবিচল আনুগত্য যে কোনও মানুষকেই প্রভাবিত করতে পারে। বৃষ রাশির হৃদয় অনেক বড় হয়।

রাশিচক্র অনুযায়ী প্রত্যেক রাশির জাতক ও জাতিকাদের একটি নির্দিষ্ট ব্যক্তিত্ব থাকে। যার কারণে অনেকেই অন্যরকম হয়।  কারও মধ্যে আবেগ বেশি থাকে। কারও মধ্যে আবার সহানুভূতি বেশি থাকে। 

Share this article
click me!

Latest Videos

'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari
Mamata Banerjee-র প্রশাসনকে বেলাগাম তুলোধোনা Agnimitra Paul-এর, দেখুন কী বললেন BJP নেত্রী
বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা | Kolkata News |
Narendra Modi : বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা
২৬-এ Mamata Banerjee-কে বিদায়! মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ Suvendu Adhikari-র