Horoscope: এই ৩ রাশির পুরুষরা নিরাপদ জীবন আর স্থিতিশীল সম্পর্ক চায়, এদের সঙ্গে নিশ্চিন্তে জীবন কাটাতে পারেন

জ্যোতিষ অনুযায়ী বলে দেওয়া যায় কোনও ব্যক্তি সম্পর্কের ওপর কতটা নির্ভর করেন আর সম্পর্কের ওপর দায়বদ্ধ

 

রাশিচক্র অনুযায়ী বলে দেওয়া যায় কোন কোন রাশির জাতক বা জাতিকারা কেমনভাবে দিন কাটাবে তাও বলে দেওয়া যায়। জ্যোতিষ অনুযায়ী বলে দেওয়া যায় কোনও ব্যক্তি সম্পর্কের ওপর কতটা নির্ভর করেন আর সম্পর্কের ওপর দায়বদ্ধ। আসুন আজ দেখেনি রাশিচক্রের তিন শীর্ষ স্থানীয় পুরুষ - যারা স্থিতিশীল সম্পর্কের ওপর নির্ভরশীল। আর সম্পর্কের ওপর ১০০ শতাংশ দায়বদ্ধ।

১. মকর রাশি

Latest Videos

মকর রাশির পুরুষরা অত্যন্ত স্থিতিশীল হয়। এরা দায়িত্ব সম্পর্কে অত্যান্ত সচেতন। এরা প্রতিশ্রুতি বজায় রাখতে ১০০ দায়বদ্ধ। এরা প্রাকৃতিক পরিকল্পনাকারী। ভবিষ্যৎ সম্পর্কে মেপে মেপে পদক্ষেপ করতে পারে। সেই কারণে মকর রাশির পুরুষরা দীর্ঘস্থানীয় সম্পর্ক, দীর্ঘস্থায়ী বিনিয়োগের ওপরই সবথেকে বেশি ভরসা করেন।

২. বৃষ রাশি

বৃষ রাশির পুরুষরা প্রেম ও সৌন্দর্যের গ্রহ শুক্রের দ্বারা পরিচালিত। এরা স্থিতিশীলতাকে অত্যন্ত মূল্য দেয়। এরা প্রতিশ্রুতি দেওয়ার আগে অনেকটাই সময় নেয়। এরা সবদিক বিবেচনা করে তারপরই সিদ্ধান্ত নেয়। এরা নির্ভতার একটা স্তম্ভ। এরা স্থিতিশীল সম্পর্কের প্রতি আস্থা রাখে। এরা জীবনে নিশ্চয়তা চায়।

৩. কর্কট রাশি

কর্কট রাশির পুরুষরা মানসিকভাবে অত্যন্ত দৃঢ়় প্রকৃতির হয়। এরা খুবই স্নেহশীল হয়। এরা নিরাপদ সম্পর্ক ও প্রেমের প্রতি তীব্র আস্থা রাখে। এরা জীবনে স্বাচ্ছন্দ্য আর নিরাপদে চলতে চায়। নিশ্চিত জীবনই এদের পছন্দ। আর সেই কারণে এরা সম্পর্কে স্থিতিশীলতা চায়।

 

Share this article
click me!

Latest Videos

WB CM Mamata Banerjee on HMPV: বাংলা জুড়ে কী আবার লকডাউন হবে? HMPV নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari Live: নন্দীগ্রাম থেকে মমতার বিরুদ্ধে হুঙ্কার শুভেন্দুর, দেখুন সরাসরি
BSF আসতেই লেজ গুটিয়ে পালাল বাংলাদেশের BGB | Malda | #shorts | #bsf | #border | #banglanews
PM Modi Roadshow Live : বিশাখাপত্তনমে মোদীজির রোড শো, সরাসরি | Asianet News Bangla
এবার বাংলাদেশী হিন্দুদের ভাতে মারার চেষ্টা, নো-বীফ খাবার হোটেল বর্জনের দাবিতে সমাবেশ