Horoscope: চার রাশির কপালে ভালবাসা নেই, সকলের ঘৃণার পাত্র হয়েই থাকতে হয়

Published : Mar 01, 2024, 03:30 PM IST
Horoscope

সংক্ষিপ্ত

জ্যোতিষ অনুযায়ী বলে দেওয়া যায় কোন কোন মানুষ এই জাতীয় কারণ। অধিকাংশ সময়ই রাশিফলই এরজন্য দায়ী হয়। 

কিছু মানুষ রয়েছেন, যারা অধিকাংশ সময়ই সমালোচিত হন। অধিকাংশ সময়ই এদের নিয়ে আলোচনা করা হয়, কিন্তু এরা অধিকাংশ সময়ই বঞ্চনার শিকার হন। ভালবাসা জোটে না, ঘৃণাই জোটে এদের। জ্যোতিষ অনুযায়ী বলে দেওয়া যায় কোন কোন মানুষ এই জাতীয় কারণ। অধিকাংশ সময়ই রাশিফলই এরজন্য দায়ী হয়।

বৃশ্চিক রাশি

এই রাশির জাতক ও জাতিকারা অধিকাংশ সময়ই ভুলবোঝাবুঝির শিকার হয়। অনেক সময়ে এরা নিজেদেরই ভুল বোঝেন। এদের তীব্র রহস্যময় প্রকৃতি কারও কাছে ভয়ের সঞ্চার হয়। এদের আসল উদ্দেশ্য অনেকেই বোঝে না। সেই কারণে এদের অনেকেই পছন্দ করে না। এদের সমালোচনার মুখে পড়তে হয়। ভালবাসার পরিবর্তে ঘৃণাই এদের সঙ্গী হয়।

মকর রাশি

এই রাশির জাতক ও জাতিকারা অত্যান্ত উচ্চাভিলাষী হয়। এরা সাফল্যের জন্য সব কাজ করতে পারে। কঠিন চ্যালেঞ্জও এরা মোকাবিলা করতে পারে। কিন্তু এদের এই উচ্চাকাঙ্খার জন্যই এদের অনেকেই পছন্দ করে না। এরা অপ্রিয় পাত্র হয়েই থাকতে হয়। এদের চ্যালেঞ্জিং মনোভাবের জন্য এদের সমালোচনার মুখে পড়তে হবে।

মিথুন রাশি

এই রাশির জাতক ও জাতিকারা দ্বৈত প্রকৃতির হয়। এই দ্বৈত স্বত্তাই এদের সমালোচনার মুখে নিয়ে গিয়ে ফেলে। দ্বিমুখী হওয়ার কারণে এদের সত্যতা ব্যাহত হয়। ব্যক্তিত্বের ওপর ছায়া ফেলে। যা এদের অনেকের কাছেই অপ্রিয় করে তোলে। এদের দ্বিমুখী বৈশিষ্ট্যের কারণে এদের কেউ পছন্দ করে না। ভালবাসাও পায় না। ঘৃণার পাত্র হয়ে থাকতে হয়।

মেষ রাশি

এই রাশির জাতক ও জাতিকারা স্বাধীনতাচেতা হয়। আত্মকেন্দ্রীক হয়। সেই কারণে এরা কারও সঙ্গে সহজে মিশতে পারে না। তারজন্য এদের অনেকেই অপছন্দ করে অধিকাংশের ঘৃণার পাত্র হয়ে থাকতে হয়। অনেকেই এদের পছন্দ করে না।

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গী আজ আর্থিক বিষয়েও আপনাকে সাহায্য করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে প্রচুর লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল