Horoscope: এই চার রাশি সর্বদাই একাকীত্বের ভোগে, জীবনে একা থাকারও কঠিন সিদ্ধান্ত নেয়

কেউ কেউ সামাজিক পরিবেশে উন্নতি লাভ করলে, অন্যরা নির্জনতায় সান্ত্বনা খুঁজে পায়। দেখুন চার একাকীত্বে ভোগা রাশির মানুষদের।

 

রাশিচক্রের বৈশিষ্ট্য অনুযায়ী বলে দেওয়া সম্ভব কোন কোন রাশির মানুষ কেমন হয়। অনেক মানুষ রয়েছে সর্বদাই মনমরা অবস্থায় থাকে। কেউ কেউ সামাজিক পরিবেশে উন্নতি লাভ করলে, অন্যরা নির্জনতায় সান্ত্বনা খুঁজে পায়।

মেষ রাশি

Latest Videos

এই রাশির জাতক ও জাতিকারা হল সাহসী ও উচ্চাভিলাষী। এরা স্বাধীন ভাবে থাকতে চায়। এরা একা থাকতে বেশি পছন্দ করে। এরা আর সেই কারণে এরা একাকীত্ব বেশি অনুভব করে। এরা দীর্ঘস্থায়ী সংযোগ স্থাপন খুব একটা স্বাচ্ছন্দ্য নয়। এরা নিজের মত করে নিজে থাকতে চান। অন্যের স্বাচ্ছন্দ্য দেখলেও তা খুব একটা গুরুত্ব দিতে এরা নারাজ।

বৃষ রাশি

এরা অত্যন্ত স্থির প্রকৃতির হয়। এরা স্থিতিশীলতা ও নিরাপত্তাকে গুরুত্ব দেয়। এরা নির্ভরযোগ্য বন্ধু হয়। তবে এদের বন্ধুর সংখ্যা খুব সীমিত হয়। এরা নিজের মনেকর কথা অন্যকে শেয়ার করতে চায় না। একাকীত্ব এদের অন্যতম সঙ্গী। তবে এরা সংযোগ স্থাপনের জন্য সর্বদাই চেষ্টা করে। কিন্তু মনের মত কাউকে পাওয়া খুব কঠিন এদের জন্য ।

কর্কট রাশি

এই রাশির জাতক ও জাতিকা অত্যন্ত আবেগপূর্ণ হয়। এরা অত্যন্ত সংবেদনশীল হয়। আর সেই কারণে একা একা হয়ে যায়। এরা অধিকাংশ সময়ই ভুল বোঝাবুঝির স্বীকার হয়। আর সেই কারণ জীবনের অধিকাংশ সময়ই এরা একাকীত্বের স্বীকার হয়।

কন্যা রাশি

এই রাশির জাতক ও জাতিকা অত্যন্ত বিশ্লেষণাত্বক মনের হয়। এরা সব কাজে বিশেষ মনোযোন দেয়। প্রতিটি কাজে সূক্ষ্ম বিশ্লেষণ এদের একাকীত্বের জগতে প্রবেশ করতে বাধ্য করে। এরা সহজে সিদ্ধান্ত নিতে পারে না। তবে এই রাশি চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবিলা করতে সহজেই পারে। আর একা একাই কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে।

 

Share this article
click me!

Latest Videos

দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
তন্ত্রযোগ? নাকি বৌমা ও ছেলেকে শিক্ষা দিতেই...আটক দাদু, ঠাকুমা ও জেঠিমা | Hooghly News Today
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?