ঘুরতে যাওয়া নাকি বাড়িতেই আড্ডা? কোন রাশির কেমন কাটবে এবারের দুর্গাপুজো? রইল বিস্তারিত

Published : Sep 23, 2024, 06:02 PM IST
DURGA PUJA 2024

সংক্ষিপ্ত

এই বছর কেমন কাটবে ১২টি রাশির জাতকদের। পুজোর পাঁচ দিন কী ভাবে কাটাবেন কোন রাশির জাতকরা। রইল বিস্তারিত।

সামনেই দুর্গাপুজো। চোখে পড়ছে পুজোর মণ্ডপ তৈরির কাজ। কুমোরটুলিতে জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রতিমা সাজানোর কাজ। দোকানে দোকানে পুজোর বাজারের ভিড়। কিন্তু এই বছর কেমন কাটবে ১২টি রাশির জাতকদের। পুজোর পাঁচ দিন কী ভাবে কাটাবেন কোন রাশির জাতকরা। রইল বিস্তারিত।

মেষ রাশি

কোনও পুজোর সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত থাকতে পারেন আপনি। পুজোর আয়োজন করা, সব কিছুর ব্যবস্থা করা ও তদারকি করতে করতেই কেটে যাবে আপনার পুজোর ক-দিন।

বৃষ রাশি

পরিবার ও বন্ধুদের সঙ্গে কোয়ালিটি সময় কাটান এবারের পুজোয়। পুজোর কদিন আড্ডা, ঘোরাফেরা বাইরে খেয়েই কাটুক।

মিথুন রাশি

মিথুন রাশির জাতকরা হলেন টেক-স্যাভি। ল্যাপটপে পুরনো দিনের পুজোর গান চালিয়ে নিন। তার সঙ্গে পাড়ার পুজোর প্যান্ডেলেও কিছুটা সময় কাটান। পুজোর ফাংশনে ভাষণ দেওয়ার জন্যও আপনি পারফেক্ট।

কর্কট রাশি

পরিবারের লোকেদের সঙ্গে নিজের ঘরে সময় কাটাতে পারলে আর কিছু চান না কর্কট রাশির জাতকরা। বিশেষ করে পুজোর কদিন গ্রামের বাড়ি গিয়ে কাটালে সবথেকে খুশি হয়ে যাবেন আপনি।

সিংহ রাশি

পুজোয় পাড়ার ফাংশান আয়োজনের দায়িত্ব থাকবে সিংহ রাশির জাতকদের উপরেই। সবাইকে পরিচালনা করে ফাটাফাটি একটা অনুষ্ঠানের আয়োজন করতে আপনার জুড়ি মেলা ভার।

কন্যা রাশি

সবকিছু নির্দিষ্ট নিয়মে করতে চান কন্যা রাশির জাতকরা। তাই আগে থেকেই এদের সব প্ল্যান হয়ে যায়। পুজোর কদিন কোথায় থাকবেন, কোথায় ঘুরবেন এবং কী খাবেন - সব ছকে ফেলেছেন কন্যা রাশির জাতকরা।

তুলা রাশি

পুজোয় একটু নিজের সঙ্গেই কাটাতে চান এরা। ভালো গান শুনে, শারদীয়া পত্রিকা পড়ে সময় কাটাতেই বেশি ভালোবাসবেন।

বৃশ্চিক রাশি

পুজোয় বন্ধুদের সঙ্গে হই-হুল্লোড় করে কাটাতে ভালোবাসবেন বৃশ্চিক রাশির জাতকরা। পুজোর কদিন ঠাকুর দেখে, মেলায় ঘুরে জমাটি মজা করবেন এরা।

ধনু রাশি

পুজোর ক-দিনের ছুটিতে বাইরে কোথাও বেড়াতে যেতেই পছন্দ করবেন ধনু রাশির জাতকরা। এমনিতেই এরা ঘুরে বেড়াতে পছন্দ করেন। দুর্গা পুজোর ছুটিতেও তাও কোথাও বেড়াতে যাওয়াই এদের বেস্ট চয়েস।

মকর রাশি

পুজোয় মজা করলেও কোনও ভাবে যাতে কাজে ক্ষতি না হয়, সেদিকে সজাগ দৃষ্টি মকর রাশির জাতকদের। তাই পুজোয় ঘড়ি ধরে মজা করবেন এরা। অন্য সময় নিজের কাজের দিকেই এদের মন থাকবে।

কুম্ভ রাশি

পুজোয় সকলের সঙ্গে মজা করার থেকে একা সময় কাটাতেই এরা বেশি ভালোবাসেন। পুজোর প্যান্ডেলে আপনি একা যাকে ঘুরতে দেখবেন, নিশ্চয় তিনি কুম্ভ রাশির জাতক।

মীন রাশি

নিজের বাড়িতে বন্ধু বান্ধবদের ডেকে আড্ডা জমাতে ভালোবাসেন মীন রাশির জাতকরা। ভালো খাবার, জমাটি আড্ডা পেলে পুজোয় আর কিছুই চাই না মীন রাশির জাতকদের।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গী আজ আর্থিক বিষয়েও আপনাকে সাহায্য করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে প্রচুর লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল