জ্যেতিষশাস্ত্র মতে, শ্রীকৃষ্ণ ভাদ্রপদ মাসের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে জন্মগ্রহন করেন। যদিও এই বছর অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্র যোগ একসঙ্গে না পড়ায় উদয় তিথি মেনে ১৬ অগাস্ট শনিবার পালিত হবে জন্মাষ্টমী। এই দিনে অমৃতসিদ্ধি ও সর্বার্থসিদ্ধির সংমিশ্রণে এক অসাধারণ যোগ তৈরি হচ্ছে। তাই এই বিশেষ তিথিতে জন্মাষ্টমীর শুভ যোগে শ্রীকৃষ্ণের আশীর্বাদে কিছু-কিছু রাশির অধিকারীদের জীবনে আসবে প্রভূত সাফল্য।