Astro Tips: ঝমঝম করে পড়ছে কয়েন, উড়ছে রাশি রাশি টাকা- এমন স্বপ্ন দেখলে কী হয় জানুন

স্বপ্ন শাস্ত্র অনুযায়ী স্বপ্নের সঙ্গে যোগ রয়েছে মনের। অনেক সময় অবচেতন মনের জিনিসই স্বপ্নের মাধ্যমে প্রকট হয়। কিন্তু স্বপ্ন অতীত বর্তমান আর ভবিষ্যৎ বলতে পারে। চলুন জেনেনিন টাকার স্বপ্ন দেখলে কী হয়।

 

Saborni Mitra | Published : Nov 8, 2024 9:35 AM IST
18
টাকার স্বপ্ন

অনেকেই রাতের বেলায় টাকার স্বপ্ন দেখেন। কিন্তু টাকার স্বর্ন দেখা শুভ না অশুভ তাই নিয়ে দুশ্চিন্তা অনেকেই করেন।

28
স্বপ্নশাস্ত্র

স্বপ্নশাস্ত্র অনুযায়ী টাকার স্বপ্ন দেখার অনেক মানে রয়েছে। স্বপ্ন অতীত থেকে বর্তমান এমনকি ভবিষ্য়ৎ-সবকিছুই বলে দিতে পারে বলে বিশ্বাস করেন জ্যোতিষীরা।

38
টাকার স্বপ্ন

জ্যোতিষ অনুযায়ী টাকার স্বপ্নের অনেক মানে রয়েছে। নোট ও কয়েনের স্বপ্ন দেখার আলাদা কারণ থাকতে পারে।

48
কয়েনের স্বপ্ন

জ্যোতিষ অনুযায়ী কয়েন বা মুদ্রার স্বপ্ন দেখার আলাদা ফল রয়েছে। স্বপ্নে যদি দেখেন কয়েক ঝমঝম করেছে তাহলে এটি শুভ নয়। দুঃসংবাদ বয়ে আনে। আর্থিক সমস্যআ দেখা দিতে পারে।

58
প্রতিকার

এজাতীয় স্বপ্ন দেখলে দ্রুত মন্দিরে দিয়ে পুজো দিন। চাইলে কোনও দরিদ্র মানুষকে আর্থিক সাহায্য করুন, আপনার সামর্থ্য অনুযায়ী।

68
টাকার স্বপ্ন

স্বপ্নশাস্ত্র অনুযায়ী কারও থেকে টাকা নিতে দেখা শুভ। আর্থিক পরিস্থিতির উন্নতি হয়। আর্থিক সংকট কেটে যায়।

78
ছেঁড়া টাকার স্বপ্ন

ছেঁড়া টাকা বা পুরনো টাকার স্বপ্ন দেখা অশুভ। এটি আর্থিক সংকটের কথা বলা হয়। এমন স্বপ্ন দেখলে দ্রুত মন্দিরে যান দানকরুন। দরিদ্র মানুষকে সহযোগিতা করুন।

88
টাকা চুরি

স্বপ্নশাস্ত্র অনুযয়ী টাকা চুরি গেছে বা খোঁয়া গেছে এমন স্বপ্ন দেখার অর্থ দ্রুত অর্থ লাভ। আটকে টাকা কাজ সম্পন্ন হওয়া। এছাড়া অপ্রত্যাশিতভাবে প্রচুর টাকা পেতে পারেন এমন ইঙ্গিত দেয়।

Share this Photo Gallery
click me!

Latest Videos