আর্থিক জটিলতা দূর করতে ধনতেরাসের দিন ঝাড়ু কিনুন,জেনে নিন কেন ঝাড়ু কেনা শুভ

কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপাবলির সময় ধনতেরাসে ঝাড়ু কেনা শুভ বলে মনে করা হয়। মৎস্য পুরাণ অনুসারে, এটি মা লক্ষ্মীর প্রিয় জিনিস এবং এতে দারিদ্র্য সংক্রান্ত সমস্যা দূর হয়। 

কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপাবলি পালিত হয়। এবছর দীপাবলি পড়েছে ৩১ অক্টোবর। এটি হিন্দুদের অন্যতম উৎসব। সারা বছর ধরে এই আলোর দিনের জন্য অপেক্ষায় থাকেন সকলে। এই সময় ধনতেরাস, দীওয়ালি, কালীপুজো থেকে ভাইফোঁটা- টানা কদি ধরে চলে উৎসব। এই সময় জীবনের সকল কষ্ট ভুলে সকলেই উৎসব পালনে ব্যস্ত থাকেন। এই সময় মা লক্ষ্মী, মা কালী ও ধনদেবতা কুবেরের পুজো হয়।

এই সময় অনেকেই বিশেষ টোটকা পালন করে থাকেন। কথিত আছে, এই সময় সোনা, রূপো, বাসন কেনা বেশ শুভ। এতে ঘটে আর্থিক বৃদ্ধি। তেমনই জানেন কি ধনতেরাসে ঝাড়ু কেনাও শুভ বলে মনে করা হয়। শুভ তিথিতে ঝাড়ু কিনলে জীবনের সকল জটিলতা কেটে যেতে পারে।

Latest Videos

অর্থ সংক্রান্ত সকল সমস্যা দূর হয় এই ঝাড়ু কিনলে। মৎস্য পুরাণ অনুসারে, ধনতেরাসের দিন ঝাড়ু কিনলে মা লক্ষ্মী তুষ্ট হন। এটি দেবীর খুব প্রিয় জিনিস। যারা ধনতেরাসের দিন ঝাড়ু কেনেন তাদের দারিদ্র্য সংক্রান্ত সমস্যা শেষ হয়।

ফুল ঝাড়ু বা খড়ের ঝাড়ু কিনতে পারেন। এই দিন উভয় ঝাড়ু কেনাই শুভ। তবে, এক সঙ্গে কিনবেন না। আর ঝাড়ু কখনোই দাঁড় করিয়ে রাখবেন না। এতে ঘরে নেতিবাচক প্রভাব পড়ে। তা সঠিক স্থানে রাখুন। তা না হলে আপনার সংসারে অশান্তি নেমে আসবে।

তেমনই পুজোর আগে বাড়ি থেকে পরিত্যক্ত জিনিস দূর করুন। এতে ঘরে নেতিবাচক শক্তি দূর হয়ে ইতিবাচক শক্তির সঞ্চার হবে। মেনে চলুন এই টোটকা।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর! Mamata-র বিরুদ্ধে RG Kar কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts