পাঁচ বছর পর তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ যোগ, ৫ রাশির কপাল খুলবে ধনতেরাসে, দেখে নিন কারা সেই ভাগ্যবান

Published : Oct 28, 2024, 04:58 PM ISTUpdated : Oct 28, 2024, 05:02 PM IST

ধনতেরাসে বুধের স্থান পরিবর্তনের ফলে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হচ্ছে, যা পাঁচটি রাশির জন্য আর্থিক উন্নতির সম্ভাবনা বয়ে আনবে। ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত এই শুভ সময়ে মিথুন, সিংহ, বৃশ্চিক, কুম্ভ এবং মীন রাশির জাতক জাতিকারা বিশেষভাবে লাভবান হবেন।

PREV
110

পাঁচ বছর পর ধনতেরাসের দিন বুধ স্থান বদল করতে চলেছে। আর এই স্থান বদলের কারণে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ যোগ, কপাল খুলবে পাঁচ রাশির। ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত শুভ সময়।

210

লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাবে আর্থির বৃদ্ধি হবে পাঁচ রাশির। তেমনই মিলবে অর্থ। যারা অর্থ সংক্রান্ত জটিলতার মধ্যে দিন কাটাচ্ছেন তাদের ঘটবে উন্নতি।

310

ধনতেরাসের দিন বুধ তার রাশি পরিবর্তন করবে। এই গ্রহের সঙ্গে শুক্রের মিলব হবে। তৈরি হবে লক্ষ্মী নারায়ণ রাজযোগ। শাস্ত্র মতে, এই যোগ অত্যন্ত শুভ।

410

৫ বছর ধনতেরাসের দিন লক্ষ্মী নারায়ণ রাজযোগ তৈরি হচ্ছে। এর শুভ প্রভাব পড়বে পাঁচ রাশির ওপর। তাদের ঘটবে আর্থিক বৃদ্ধি। দেখে নিন তালিকায় কে কে আছেন।

510

মিথুন রাশি

মিথুন রাশির শুভ সময় শুরু হবে। এই সময় ব্যবসায় হবে উন্নতি। তেমনই কোনও কাজে আর্থিক মুনাফা হবে। এই সময় দাম্পত্য জীবনেও হবে সুখের। তেমনই দূরে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ আসবে।

610

সিংহ রাশি

ভালো সময় শুরু হচ্ছে সিংহ রাশির। এই সময় বুধ গ্রহের বিশেষ কৃপা থাকবে। নতুন গাড়ি কিনতে পারেন। তেমনই বিবাহিত জীবনে চলতে থাকা অশান্তি দূর হবে। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে হু হু করে।

710

বৃশ্চিক রাশি

ভালো সময় শুরু হবে বৃশ্চিক রাশির। এই সময় অফিসে আপনার কাজ প্রশংসিত হবে। কর্মজীবনে লাভের মুখ দেখবেন। এই সময় শক্ররা আপনার ক্ষতি করতে পারবে না। এই সময়টি অত্যন্ত শুভ।

810

কুম্ভ রাশি

লক্ষ্মী-নারারণ যোগের কারণে কুম্ভ রাশির শুভ সময় শুরু হবে। এই সময় কর্মক্ষেত্রে হবে উন্নতি। তেমনই আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। বাড়ির বড়দের সঙ্গে সম্পর্ক ভালো হবে।

910

মীন রাশি

লক্ষ্মী নারায়ণ যোগের শুভ প্রভাব পড়বে মীন রাশির জাতক জাতিকার জীবনে। এই সময় কর্মক্ষেত্রে হবে উন্নতি। কঠোর পরিশ্রমের ফল পাবেন। তেমনই আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন।

1010

সব মিলিয়ে ভালো সময় শুরু হচ্ছে এই পাঁচ রাশির জীবনে। এই সময় কর্মে হবে উন্নতি। কেউ কেউ আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। আবার কারও হবে অর্থ প্রাপ্তি।

click me!

Recommended Stories