Horoscope November: নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে লটারি কাটবেন ভাবছেন? লাভবান হওয়ার সম্ভাবনা যাদের

Published : Nov 09, 2024, 07:25 PM IST

অনেকেই লটারি কাটতে ভালোবাসেন। কিন্তু সবার ভাগ্য আবার সুপ্রসন্ন হয়না।

PREV
110
চলছে নভেম্বর মাস

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ শুরু হয়ে গেছে।

210
আর অনেকেই লটারির টিকিট কাটতে ভীষণ ভালোবাসেন

আর তার থেকে যদি পুরস্কার জেতা যায়, তাহলে আর আনন্দের আর কিছুই হয় না।

310
আর নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে লটারির যোগ কার কার রয়েছে?

মানে কোন কোন রাশির জাতকদের লটারির টিকিট কাটলে সাফল্য মিলতে পারে, চলুন একবার দেখে নেওয়া যাক।

410
মেষ রাশিঃ এই সপ্তাহে মেষ রাশির জন্য খুব ভালো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে

তাই এই রাশির জাতকরা একবার লটারির টিকিট কেটে দেখতে পারেন।

510
মিথুন রাশিঃ এই রাশির জাতক-জাতিকাদের জন্য পুরো সপ্তাহটাই বেশ ভালো

তাই একবার লটারি কেটে দেখতে পারেন।

610
সিংহ রাশিঃ এই রাশির জাতক-জাতিকারা এই সপ্তাহে কম অঙ্কের লটারি কেটে একবার ভাগ্য পরখ করে দেখতে পারেন

তবে খুব বেশি অঙ্কের লটারি না কাটাই ভালো।

710
কন্যা রাশিঃ গোটা সপ্তাহটাই কন্যা রাশির জাতকদের জন্য

দারুণ অর্থপ্রাপ্তির বিশেষ যোগ রয়েছে।

810
বৃশ্চিক রাশিঃ বেশি অঙ্কের লটারি কাটা উচিৎ হবে না

তবে হ্যাঁ, ছোট অঙ্কের লটারির টিকিট পরখ করে দেখতে পারেন। 

910
কুম্ভ রাশিঃ লটারি কাটার জন্য সপ্তাহের শেষদিকটা বেশ অনুকূল

তাই একবার কেটে দেখতে পারেন।

1010
মীন রাশিঃ সপ্তাহের শুরুটা বেশ ভালো এই রাশির জাতক-জাতিকাদের জন্য
click me!

Recommended Stories