
২৫ মার্চ রয়েছে দোলযাত্রা। আবার দোলপূর্ণিমাতেই পড়েছে এ বছরের প্রথম চন্দ্রগ্রহণ। ফলে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দিনটি খুবই গুরুত্বপূর্ণ। এই দিনটি বিশেষ সৌভাগ্য সূচিত করবে কিছু রাশির ক্ষেত্রে। নানা দিক থেকে লাভবান হবেন এই রাশিগুলির জাতক জাতিকারা।
মিথুন রাশি:
মিথুন রাশির জাতক জাতিকারা পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন। পরিবারের সদস্যদের মধ্যে প্রেম ও আস্থা গভীর হবে। মিথুন রাশির জাতক জাতিকারা টাকা বিচক্ষণ ভাবে ব্যয় করেন। অর্থ জমানোর দিকেও সদর্থক পদক্ষেপ করবেন তাঁরা। বিবাহিত জীবনও সুখে কাটবে। জীবনসঙ্গীর থেকে সমর্থন পাবেন।
সিংহ রাশি:
ব্যক্তিগত জীবন ও পেশাদার জগতে উপকৃত হবেন সিংহ রাশির জাতক জাতিকারা। তাঁরাও অর্থ সঞ্চয় করবেন। টাকা বিনিয়োগের জন্যেও এটা ভাল সময়। বিনিয়োগের অর্থ তাঁদের ভবিষ্যতে সাহায্য করবে। রোজগারের নতুন পথ খুলে যাবে সিংহ রাশির ক্ষেত্রে। পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটাবেন জাতক জাতিকারা। ব্যবসার ক্ষেত্রেও এই সময় খুব শুভ। ব্যবসায়িক পরিসর বাড়বে । ব্যবসার মুনাফা লাভজনক হবে।
মকর রাশি:
বছরের প্রথম চন্দ্রগ্রহণ শুভবার্তা বয়ে আনবে মকর রাশির জাতক জাতিকাদের জন্য। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা সফল হবেন। বাবা মায়ের অনুপ্রেরণায় বাড়বে আত্মবিশ্বাস। পুরনো অসুস্থতা থেকেও মুক্তি পাবেন মকর রাশির জাতক জাতিকারা। মানসিক উদ্বেগ কাটিয়ে সফল হবেন জীবনে। সম্পূর্ণ হবে অনেক দিনের পরিকল্পনা।