Makar Sankranti: মকর সংক্রান্তির পুণ্য স্নানের সঠিক সময় কখন? জেনে নিন তারিখ ও সময়সূচি

মকর সংক্রান্তিতে সূর্য দক্ষিণায়ন থেকে উত্তরায়ণের পথে যাত্রা শুরু করে। এই তিথিতে ব্রহ্ম মুহূর্ত বা শুভ ক্ষণে স্নান করা অত্যন্ত পুণ্য প্রাপ্তির কাজ বলে মনে করা হয় ।

শীতের হিমেল ছোঁয়ায় বাঙালি মেতে ওঠে পৌষ পার্বণ বা মকর সংক্রান্তির আনন্দে, সূর্য মকর রাশিতে প্রবেশ করলে হয় মকর সংক্রান্তি। এই দিন থেকে সূর্যের উত্তরায়ণ শুরু হয়। মানবজাতির কৃষিজ সভ্যতায় পৌষ মাসে ঘরে ঘরে আসত ডালাভর্তি ফসল, সেই আগমনী উপলক্ষ্যেই কৃষিকাজের উদযাপনে পালিত হয়ে আসছে এই তিথি। 

-

মকর সংক্রান্তিতে সূর্য দক্ষিণায়ন থেকে উত্তরায়ণের পথে যাত্রা শুরু করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে উত্তরায়ণকে দেবতাদের দিন এবং দক্ষিণায়নকে দেবতাদের রাত বলা হয়ে থাকে। ঘরে ঘরে এদিন তৈরি হয় সুস্বাদু পিঠেপুলি। এই তিথিতে ব্রহ্ম মুহূর্ত বা শুভ ক্ষণে স্নান করা অত্যন্ত পুণ্য প্রাপ্তির কাজ বলে মনে করা হয় ।

-

বাংলা পঞ্জিকা বা ক্যালেন্ডারে পৌষের শেষ দিন হল পৌষ পার্বণ, এবছর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী পৌষের শেষ দিন পড়েছে ইংরেজির ২০২৪ সালের ১৫ জানুয়ারি। পঞ্জিকা মতে, ওইদিন মকর সংক্রান্তির পুণ্য সময় হল সকাল ৭টা বেজে ১৪ মিনিট থেকে শুরু হয়ে দুপুর ১২টা বেজে ৩৬ মিনিট পর্যন্ত ৷ পুণ্য স্নানের সময় হল সকাল ৭টা বেজে ১৪ মিনিট থেকে ৯ টা বেজে ২ মিনিট পর্যন্ত ৷ সংক্রান্তির মুহূর্ত হল ১৫ জানুয়ারি রাত ২টো বেজে ৪৫ মিনিট। 

-

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari
নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News