Makar Sankranti: মকর সংক্রান্তির পুণ্য স্নানের সঠিক সময় কখন? জেনে নিন তারিখ ও সময়সূচি

Published : Dec 18, 2023, 10:56 AM IST
Makar Sankranti

সংক্ষিপ্ত

মকর সংক্রান্তিতে সূর্য দক্ষিণায়ন থেকে উত্তরায়ণের পথে যাত্রা শুরু করে। এই তিথিতে ব্রহ্ম মুহূর্ত বা শুভ ক্ষণে স্নান করা অত্যন্ত পুণ্য প্রাপ্তির কাজ বলে মনে করা হয় ।

শীতের হিমেল ছোঁয়ায় বাঙালি মেতে ওঠে পৌষ পার্বণ বা মকর সংক্রান্তির আনন্দে, সূর্য মকর রাশিতে প্রবেশ করলে হয় মকর সংক্রান্তি। এই দিন থেকে সূর্যের উত্তরায়ণ শুরু হয়। মানবজাতির কৃষিজ সভ্যতায় পৌষ মাসে ঘরে ঘরে আসত ডালাভর্তি ফসল, সেই আগমনী উপলক্ষ্যেই কৃষিকাজের উদযাপনে পালিত হয়ে আসছে এই তিথি। 

-

মকর সংক্রান্তিতে সূর্য দক্ষিণায়ন থেকে উত্তরায়ণের পথে যাত্রা শুরু করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে উত্তরায়ণকে দেবতাদের দিন এবং দক্ষিণায়নকে দেবতাদের রাত বলা হয়ে থাকে। ঘরে ঘরে এদিন তৈরি হয় সুস্বাদু পিঠেপুলি। এই তিথিতে ব্রহ্ম মুহূর্ত বা শুভ ক্ষণে স্নান করা অত্যন্ত পুণ্য প্রাপ্তির কাজ বলে মনে করা হয় ।

-

বাংলা পঞ্জিকা বা ক্যালেন্ডারে পৌষের শেষ দিন হল পৌষ পার্বণ, এবছর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী পৌষের শেষ দিন পড়েছে ইংরেজির ২০২৪ সালের ১৫ জানুয়ারি। পঞ্জিকা মতে, ওইদিন মকর সংক্রান্তির পুণ্য সময় হল সকাল ৭টা বেজে ১৪ মিনিট থেকে শুরু হয়ে দুপুর ১২টা বেজে ৩৬ মিনিট পর্যন্ত ৷ পুণ্য স্নানের সময় হল সকাল ৭টা বেজে ১৪ মিনিট থেকে ৯ টা বেজে ২ মিনিট পর্যন্ত ৷ সংক্রান্তির মুহূর্ত হল ১৫ জানুয়ারি রাত ২টো বেজে ৪৫ মিনিট। 

-

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

জন্ম নক্ষত্র: এই নক্ষত্রে জন্মালে ২০২৬-এ কোটিপতি হওয়া নিশ্চিত! কারা আছেন তালিকায়?
Numerology: দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে আজকের দিনটি, রইল জ্যোতিষ গণনা