মকর সংক্রান্তি এক বিশেষ উৎসব। এই দিন জীবনের সকল দুর্ভোগ কাটাতে মেনে চলুন এই বিশেষ টোটকা। মকর সংক্রান্তির দিন এই কয়টি জিনিস দান করুন, দূর হবে সকল জটিলতা। জেনে নিন কী কী।
প্রতি বছরই এই মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে মকর সংক্রান্তি উৎসব পালিত হয়। শাস্ত্র মতে, দিনটি অত্যন্ত শুভ। সূর্যের গোচরের ওপর নির্ভর করে এই দিন নির্ধারিত করা হয়। শাস্ত্র মতে, ১৫ জানুয়ারি ভোর ২টো ৪৩ মিনিটে সূর্য ধনু রাশি থেকে বের হয়ে মকর রাশিতে প্রবেশ করবে। ২০২৪ সালে মকর সংক্রান্তির উৎসব পালিত হবে ১৫ জানুয়ারি। শাস্ত্র মতে, মকর সংক্রান্তি এক বিশেষ উৎসব। এই দিন জীবনের সকল দুর্ভোগ কাটাতে মেনে চলুন এই বিশেষ টোটকা। মকর সংক্রান্তির দিন এই কয়টি জিনিস দান করুন, দূর হবে সকল জটিলতা। জেনে নিন কী কী।
তিলদান
মকর সংক্রান্তির দিন তিলদান করতে পারেন। এই তিথিতে তিলদান করা পবিত্র বলে মনে কার হয়। ভগবান বিষ্ণু, সূর্যদেব ও শনিদেবকে এই তিল দান করা হয়।
অন্ন ও ফল
মকর সংক্রান্তির দিন অন্ন ও ফল দান করা পবিত্র বলে মনে করা হয়। কারণ স্বাস্থ্যের দন্য ফল পুষ্টিদায়ক। মনে করা হয়, মকর সংক্রান্তির দিন ফল ও অন্ন দান করা অত্যন্ত শুভ।
কম্বল
মকর সংক্রান্তির দিন কম্বল দান করতে পারেন। এই দিন দরিদ্রদের কম্বল দান করলে পুণ্য লাভ হবে।
গুড়ের লাড্ডু
তিল ও গুড় দিয়ে তৈরি লাড্ডু দান করুন দরিদ্র মানুষদের।
খিচুড়ি
মকর সংক্রান্তির দিন খিচুড়ি বেঁধে তা দান করুন। এতে শনিদোষ থেকে মিলবে মুক্তি।
বস্ত্র
দুর্ভোগ কাটাতে মকর সংক্রান্তির দিন বস্ত্র দান করা শুভ বলে মনে করা হয়।
ঘুড়ি
মকর সংক্রান্তির দিন ঘুড়ি ওড়ানোর রীতি বেশ প্রচলিত। এই দিন বাচ্চা ও কিশোরদের ঘুড়ি উপহার দিন।
স্টিলের বাসন
স্টিলের বাসন দান করতে পারেন মকর সংক্রান্তির দিন। রীতি অনুসারে, সিঁদুর ও হলুদের টিকা লাগিয়ে স্টিলের বাসন দান করুন।