মকর সংক্রান্তির দিনে এইভাবেই সূর্য পুজো করুন, তাতে সূর্যদেবের আশীর্বাদে জীবন বদলে যাবে

Published : Jan 14, 2023, 09:37 PM IST
Makar Sankranti Bathing

সংক্ষিপ্ত

দিনটি হিন্দুসাস্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জ্যোতিষ অনুযায়ী সূর্যকে নবগ্রহের রাজা বলে মনে করা হয়। সূর্যদেবকে খ্যাতি, শক্তি, সম্মান ও গর্বের প্রতীক হিসেবে মনে করা হয়।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মরক সংক্রান্তি একটি পবিত্র দিন। এটি সূর্যদেবতার দিন। মনে করা হয় সূর্য দেবতা প্রতিটি রাশিতে এক মাস অবস্থান করেন। আর সেই কারণে বছরের ১২টি মাসে সূর্যদেবতা ১২টি রাশিতে অধিষ্ঠান করেন। মরক সংক্রান্তির দিন সূর্যের উত্তরায়ন শুরু হয়। তাই এই দিনটি হিন্দুসাস্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জ্যোতিষ অনুযায়ী সূর্যকে নবগ্রহের রাজা বলে মনে করা হয়। সূর্যদেবকে খ্যাতি, শক্তি, সম্মান ও গর্বের প্রতীক হিসেবে মনে করা হয়। জ্যোতিষ মতে মকর সংক্রান্তির দিনে সূর্যদেবকে তুষ্ট করলে শুভফল পাওয়া যায় বলেও মনে করেন জ্যোতিষ শাস্ত্রে।

জ্যোতিষমতে সূর্যদেবকে তুষ্ট করার উপায়

সূর্ষদেবকে তুষ্ট করার জন্য মকর সংক্রান্তির সকালে জল, লাল চন্দন ও একটি লাল গোলাপ তামাপাত্রের রেখে সূর্যের পুজো করুন।

রাতে শুতে যাওয়ার আগে একটি তামার পাত্রে জল ভরে রাখুন, সেটি সকালে উঠে পান করুন।

জ্যোতিষ মতে মনে করা হয় ডান হাতের তামার ব্রেসলেট পড়লে সূর্যদেবতা তুষ্ট হন।

প্রতিদিন ঘুম থেকে উঠে সূর্যদেবের পুজো করুন।

সূর্যদেবকে তুষ্ট করতে রোজ আদিত্য হৃদয় স্ত্রোত পাঠ করুন।

মকর সংক্রান্তির দিনে সূর্য পুজো করলে শনি পুজো করতে হয়। কারণ এই দিন সূর্যদেব শনির রাশি মকরে গোচর করেন।

মকর সংক্রান্তির দিনে সূর্য উদয়ের আগে ঘুন থেকে উঠুন। স্নান সেরে পরিচ্ছন হয়ে সূর্যের আরাধনা করুন।

এদিন সূর্যকে তামার পাত্র জল আর তাতে সিঁদুর আর একটি লাল ফুল অর্পণ করুন।

এই দিন সূর্য পুজোয় গুড়, তিন আর খিচুড়ি ভোগ হিসেবে নিবেদন করুন।

এদিন অবশ্যই সূর্যের আরতি করুন।

সূর্যের পুজো  সাধারণত সকালেই করতে হয়। আর সেই কারণেই এই পুুজোর প্রস্তুতি সকালেই করা উচিৎ। তবে এই দিন গোটা দিন ধরেই সূর্যের স্তব করা জরুরি। কিন্তু সূর্য পুজোর সঙ্গে এই বিশেষ দিনে গঙ্গা স্নানও জরুরি। এই দিন গঙ্গা স্নান করলে প্রচুর পূণ্য লাভ করা যায়। তাতেই ভাগ্য বদল হয় বলেও প্রাচীন হিন্দু শাস্ত্রের বিশ্বাস।

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: চারপাশের লোকেরা সঙ্গীকে ঠিকভাবে বুঝতে পারবে না ! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ সুখ এবং লক্ষ্মীলাভের প্রবল সম্ভাবনা ! দেখে নিন আজকের আর্থিক রাশিফল