মকর সংক্রান্তির দিনে এইভাবেই সূর্য পুজো করুন, তাতে সূর্যদেবের আশীর্বাদে জীবন বদলে যাবে

দিনটি হিন্দুসাস্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জ্যোতিষ অনুযায়ী সূর্যকে নবগ্রহের রাজা বলে মনে করা হয়। সূর্যদেবকে খ্যাতি, শক্তি, সম্মান ও গর্বের প্রতীক হিসেবে মনে করা হয়।

Web Desk - ANB | Published : Jan 14, 2023 4:07 PM IST

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মরক সংক্রান্তি একটি পবিত্র দিন। এটি সূর্যদেবতার দিন। মনে করা হয় সূর্য দেবতা প্রতিটি রাশিতে এক মাস অবস্থান করেন। আর সেই কারণে বছরের ১২টি মাসে সূর্যদেবতা ১২টি রাশিতে অধিষ্ঠান করেন। মরক সংক্রান্তির দিন সূর্যের উত্তরায়ন শুরু হয়। তাই এই দিনটি হিন্দুসাস্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জ্যোতিষ অনুযায়ী সূর্যকে নবগ্রহের রাজা বলে মনে করা হয়। সূর্যদেবকে খ্যাতি, শক্তি, সম্মান ও গর্বের প্রতীক হিসেবে মনে করা হয়। জ্যোতিষ মতে মকর সংক্রান্তির দিনে সূর্যদেবকে তুষ্ট করলে শুভফল পাওয়া যায় বলেও মনে করেন জ্যোতিষ শাস্ত্রে।

জ্যোতিষমতে সূর্যদেবকে তুষ্ট করার উপায়

Latest Videos

সূর্ষদেবকে তুষ্ট করার জন্য মকর সংক্রান্তির সকালে জল, লাল চন্দন ও একটি লাল গোলাপ তামাপাত্রের রেখে সূর্যের পুজো করুন।

রাতে শুতে যাওয়ার আগে একটি তামার পাত্রে জল ভরে রাখুন, সেটি সকালে উঠে পান করুন।

জ্যোতিষ মতে মনে করা হয় ডান হাতের তামার ব্রেসলেট পড়লে সূর্যদেবতা তুষ্ট হন।

প্রতিদিন ঘুম থেকে উঠে সূর্যদেবের পুজো করুন।

সূর্যদেবকে তুষ্ট করতে রোজ আদিত্য হৃদয় স্ত্রোত পাঠ করুন।

মকর সংক্রান্তির দিনে সূর্য পুজো করলে শনি পুজো করতে হয়। কারণ এই দিন সূর্যদেব শনির রাশি মকরে গোচর করেন।

মকর সংক্রান্তির দিনে সূর্য উদয়ের আগে ঘুন থেকে উঠুন। স্নান সেরে পরিচ্ছন হয়ে সূর্যের আরাধনা করুন।

এদিন সূর্যকে তামার পাত্র জল আর তাতে সিঁদুর আর একটি লাল ফুল অর্পণ করুন।

এই দিন সূর্য পুজোয় গুড়, তিন আর খিচুড়ি ভোগ হিসেবে নিবেদন করুন।

এদিন অবশ্যই সূর্যের আরতি করুন।

সূর্যের পুজো  সাধারণত সকালেই করতে হয়। আর সেই কারণেই এই পুুজোর প্রস্তুতি সকালেই করা উচিৎ। তবে এই দিন গোটা দিন ধরেই সূর্যের স্তব করা জরুরি। কিন্তু সূর্য পুজোর সঙ্গে এই বিশেষ দিনে গঙ্গা স্নানও জরুরি। এই দিন গঙ্গা স্নান করলে প্রচুর পূণ্য লাভ করা যায়। তাতেই ভাগ্য বদল হয় বলেও প্রাচীন হিন্দু শাস্ত্রের বিশ্বাস।

Share this article
click me!

Latest Videos

সিঙ্গুরের রাস্তায় জগদ্ধাত্রী শোভাযাত্রায় পা মেলালেন সাংসদ রচনা ব্যানার্জী! | Jagadhatri Puja 2024
'নৈহাটি জিতেই পরিবর্তন শুরু হবে' ঝাঁঝাল বার্তা শান্তনু ঠাকুরের | Shantanu Thakur BJP | Naihati
তৃণমূল সরকারের সবচেয়ে বড় দুর্নীতি ধরে ফেলল বিজেপি, দেখুন কী বললেন জগন্নাথ চট্টোপাধ্যায়
Live: আবাস যোজনার বাড়ি নিয়ে তৃণমূলকে তুলোধোনা বিজেপির, দেখুন সরাসরি
৪৮ ঘণ্টা পরেও গ্রেফতার নয়! প্রতিবাদে সরব বেগমপুরের বাসিন্দা, চলল পোস্টার হাতে তীব্র মিছিল