Best Husband Zodiac: এই ৫ রাশির পুরুষ স্বামী হিসাবে শ্রেষ্ঠ, বলছে জ্যোতিষ

জ্যোতিষ অনুযায়ী ৫টি রাশির পুরুষদের মধ্যে এ সকল গুণ বিদ্যমান রয়েছে। এঁরা একাধারে সংবেদনশীল এবং প্রেমিক। অন্য দিকে দায়িত্ব পালনে সব সময় এগিয়ে থাকেন এবং স্ত্রীকে ভালোবাসায় মুড়ে রাখেন। দেখে নিন তালিকায় কোন কোন রাশির পুরুষ রয়েছেন।

Astrology: মনের মতো স্বামী পেতে মেয়েরা অনেক কিছু করে থাকেন। সকলেই চান জীবনসঙ্গী তাঁদের মনের কথা বুঝবেন, আজীবন ভালোবাসবেন, নিরপত্তা এবং উষ্ণতায় ঘিরে রাখবেন তাঁদের। জ্যোতিষ অনুযায়ী ৫টি রাশির পুরুষদের মধ্যে এ সকল গুণ বিদ্যমান রয়েছে। এঁরা একাধারে সংবেদনশীল এবং প্রেমিক। অন্য দিকে দায়িত্ব পালনে সব সময় এগিয়ে থাকেন এবং স্ত্রীকে ভালোবাসায় মুড়ে রাখেন। দেখে নিন তালিকায় কোন কোন রাশির পুরুষ রয়েছেন।

মকর

Latest Videos

স্বামী হিসেবে নিজেদের ভূমিকার প্রতি অত্যন্ত সচেতন মকর রাশির জাতকরা। স্ত্রীর প্রতি এঁরা অত্যন্ত যত্নশীল। এই রাশির জাতক পুরুষদের ইচ্ছাশক্তি অত্যন্ত প্রবল। সেই কারণে নিজেদের আর্থিক পরিস্থিতিও শক্তপোক্ত রাখতে পারেন এঁরা। স্বামী মকর রাশির জাতক হলে তাঁর কাছে একজন মেয়ে সবসময়ই সুখী ও নিরাপদে থাকবেন। শুধু নিরাপত্তা ও দায়িত্ব পালন নয়, স্ত্রীর প্রতি এঁরা যথেষ্ট রোম্যান্টিক।

ধনু

স্ত্রীর প্রতি বিশেষ যত্ন নিতে সবকিছু করতে রাজি থাকেন ধনু রাশির জাতক পুরুষরা। এরা যথেষ্ট রোম্যান্টিক প্রকৃতির হন এবং স্ত্রীর খেয়াল রাখেন। স্ত্রীকে নানা ভাবে মুগ্ধ করার জন্য নিত্য নতুন আইডিয়া বার করেন এঁরা। হাসি গল্প মজায় সব সময় স্ত্রীকে ভরিয়ে রাখেন। এঁরা স্ত্রীর প্রতি বিশ্বাসী এবং সম্পর্কে স্থিতি পছন্দ করেন। তাই ধনু রাশির পুরুষ জীবনে এলে তাঁর হাত শক্ত করে ধরে রাখুন।

মীন

এই রাশির ছেলেরা খুবই বুদ্ধিমান ও উদার মনের হন। এঁদের জন্য ভালোবাসা সবার ঊর্ধ্বে থাকে। এঁরা নিজেদের সঙ্গিনীকে খুশি রাখতে যে কোনও কাজ করতে পারেন। এঁরা খুবই যত্নশীল হন। এঁরা নিজেদের স্ত্রী বা প্রেমিকার মনের কথা না বলাতেই বুঝে যান। এঁরা ছোট থেকে বড়, সঙ্গিনীর সব প্রয়োজনীয়তা মেটানো এবং তাঁদের সব ধরনের সুখ দেওয়ার চেষ্টা করেন।

তুলা

এই রাশির ছেলেরা খুবই রোম্যান্টিক ও যত্নবান হন। এঁরা নিজেদের সঙ্গীনির চিন্তা-ভাবনাকে গুরুত্ব দেন এবং তাঁকে খুশি করার জন্য সম্ভাব্য সব রকম চেষ্টা করেন। এঁরা নিজেদের প্রেমিকাদের শিশুদের মতো খেয়াল রাখেন এবং তাঁকে ছোটখাটো সারপ্রাইজ দিয়ে থাকেন। এঁদের মজা করার স্বভাব দারুণ হয়। এই রাশির ছেলেদের মধ্যে সবচেয়ে বড় গুণ বিশ্বাসযোগ্যতা ও প্রতিশ্রুতিবান হন। যার জন্য এই রাশির ছেলেরা খুব ভালো জীবন সঙ্গী প্রমাণিত হন।

কর্কট

জ্যোতিষ অনুযায়ী এই রাশির ছেলেরা সবচেয়ে ভালো স্বামী হিসাবে বিবেচিত হন। এঁদের মধ্যে পারফেক্ট স্বামী হওয়ার সব গুণ থাকে। এঁরা নিজেদের প্রতিশ্রুতি থেকে পিছু হঠেন না। এঁরা ভালোবাসার প্রতি খুব বিশ্বস্ত হন। যদি এঁরা কারও সঙ্গে সম্পর্কে জড়ান তবে দীর্ঘ সময় ধরে সেই সম্পর্ক টিকিয়ে রাখেন। প্রেমের সম্পর্ককে বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়ার পরই এঁরা দম ফেলেন। এঁদের সঙ্গীনি সবসময়ই খুব খুশি থাকেন।

Share this article
click me!

Latest Videos

বাংলাদেশে এবার খ্রিষ্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা, দেখুন এই ইস্যতে কী বললেন Suvendu Adhikari
২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, Chinsurah-এ পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা
শতবর্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী Atal Bihari Vajpayee, শ্রদ্ধা নিবেদন রাষ্ট্র নেতাদের | PM Modi News
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
২৬-এ Mamata Banerjee-কে বিদায়! মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ Suvendu Adhikari-র