ভাইফোঁটাতে বৃশ্চিকে প্রবেশ করবে চন্দ্র, কপাল খুলবে এই ৪ রাশির, দেখে নিন তালিকায় কে কে

Published : Oct 23, 2025, 09:51 AM IST

শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভাইফোঁটা পালিত হচ্ছে। এই বিশেষ দিনে চন্দ্র তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, যার ফলে বৃষ, মিথুন, কর্কট ও সিংহ- এই চার রাশির জীবনে সৌভাগ্য এবং আর্থিক উন্নতির সম্ভাবনা তৈরি হয়েছে। 

PREV
15

শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভাতৃদ্বিতীয়া পালিত হয়। বাঙালির ঘরে ঘরে পালিত হয় এই উৎসব। এবার শুক্লা দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে ৩৩ অক্টোবর রাত ৮টা ১৬ মিনিটে। শেষ হবে পরের দিন ২৩ অক্টোবর রাত ১০টা ৪৬ মিনিটে। শাস্ত্র মতে, আজ বৃহস্পতিবার ঘরে ঘরে বালিত হচ্ছে এই উৎসব। তেমনই এই বিশেষ দিনে কপাল খুলতে চলেছে একাধিক রাশির। ২৩ অক্টোবর দিনের প্রথম ভাগে চন্দ্র তুলা রাশি ত্যাগ করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। এর ফলে চার রাশির ভাগ্য পরবির্তন ঘটবে।

25

বৃষ রাশি

চন্দ্রের গোচরে ভাগ্য খুলতে চলেছে বৃষ রাশির। পরিবারে শান্তি বৃদ্ধি পাবে। ভাই-বোনের মধ্যে স্নেহ ও মানসিক বন্ধন আরও দৃঢ় হবে। কর্মক্ষেত্রে উন্নতি যোগ আছে। আর্থিক ভাগ্য হবে উন্নত। অপ্রত্যাশিত অর্থলাভের সম্ভাবনা আছে। সঞ্চয়ের সুযোগ পাবেন।

35

মিথুন রাশি

ভাইফোঁটার দিনটি মিথুর রাশির জন্য বেশ উল্লেখযোগ্য। চন্দ্রের গোচরে ভাগ্য খুলতে চলেছে এই রাশির। আজ সামাজির অনুষ্ঠানে বাড়বে আপনার সম্মান। আজ ব্যবসায় দারুণ উন্নতি হবে। তেমনই বিনিয়োগ মালামাল হওয়ার সম্ভাবনা আছে। যারা চাকরি খুঁজছেন তারা এই সময় সুসংবাদ পেতে পারেন।

45

কর্কট রাশি

ভাইফোঁটার দিনটি কর্কট রাশির জন্য উপকারী। এই দিন পরিবারে সকলের সঙ্গে সময় কাটাবার সুযোগ পাবেন। পুরনো কোনও পাওনা আজ ফেরত পেতে পারেন। আর্থিক অবস্থা হবে উন্নত। এই সময় লাভবান হতে পারেন সব কাজে। এই সময় কর্মক্ষেত্রে হবে উন্নতি। ব্যবসার জন্য দিনটি শুভ।

55

সিংহ রাশি

এই সময় সিংহ রাশির অপ্রত্যাশিত আর্থিক লাভ ঘটবে। এই সময় সিংহ রাশির জীবনে আসবে ইতিবাচক পরিবর্তন। এই সময় অপ্রত্যাশিত আর্থিক লাভ ঘটবে। তেমনই আটকেথাকা কাজ সম্পূর্ণ হবে। দিনটি সিংহ রাশির জন্য বেশ উপকারী।

Read more Photos on
click me!

Recommended Stories