Laxmi Puja: মা লক্ষ্মীর আগমনের আগে ঘরে করুন এই কয়টি পরিবর্তন, ঘটবে আর্থিক সমৃদ্ধি

কদিন পরই ঘরে ঘরে পুজিত হবেন মা লক্ষ্মী। এবার মা লক্ষ্মীর আগমনের আগে ঘরে করুন এই কয়টি পরিবর্তন, ঘটবে আর্থিক সমৃদ্ধি। জেনে নিন কী কী।

মা দূর্গা ইতিমধ্যে কৈলাসে গমন করেছেন। সর্বত্র এখন চলছে বিজয়ের শুভেচ্ছা বিনিমন পর্ব। আর কদিন পরই ঘরে ঘরে পুজিত হবেন মা লক্ষ্মী। এবার মা লক্ষ্মীর আগমনের আগে ঘরে করুন এই কয়টি পরিবর্তন, ঘটবে আর্থিক সমৃদ্ধি। জেনে নিন কী কী।

উপাসনা স্থান পরিষ্কার করে নিন সবার আগে। তেমন পুজোর ঘর পরিষ্কার করুন। সম্ভব হবে রং করাতে পারেন। গোলাপী, হালকা হলুদ রং করান পুজোর ঘরে। এতে মা লক্ষ্মীর তুষ্ট হবেন।

Latest Videos

বাস্তু শাস্ত্র মতে, লাল রঙ শক্তি ও সাহসের প্রতীক। দেবী লক্ষ্মীকে লাল কাপড়, লাল ফুল অর্পণ করুন। এতে মিলবে উপকার। ঘটবে আর্থিক উন্নতি।

পুজোর ঘর কিংবা পুজোর কোনও কাজে কালো, নীল বা বাদামির মতো রঙ ব্যবহার করবেন না। এতে অমঙ্গল দেখা দেবে।

পুজোর আগে বাড়ি থেকে ছেঁড়া কাপড়, ভাঙা আসবাব দূর করুন। এমন জিনিসে রুষ্ট হন মা লক্ষ্মী। এতে ঘটবে আর্থিক উন্নতি।

এরই সঙ্গে মেনে চলুন আরও কয়টি জিনিস। উত্তর পূর্ব দিকে বা ঘরের উত্তর পূর্ণ কোণায় দেবী লক্ষ্মী ও গণেশের মূর্তি স্থাপন করবেন। এতে মিলবে কৃপা।

লক্ষ্মী পুজোয় দেবীর নতুন মূর্তি বা নতুন ছবিতে পুজো করুন। এতে দেবী তুষ্ট হবেন। ঘটবে আর্থিক উন্নতি।

মা লক্ষীর পুজোয় ভুলেও ঘন্টা বাজাবেন না। এতে মা রুষ্ট হন। পুজোর দিন শান্তির পরিবেশ বজায় রাখুন। এবার থেকে মেনে চলুন এই কয়টি বিশেষ টিপস। পুজোর আগে এমন কয়টি পরিবর্তন করুন। সেই সঙ্গে পুজোর দিন মাথায় রাখুন এই কয়টি জিনিস। মিলবে উপকার।

 

আরও খবর পেতে চোখ রাখুন আমাদের হোয়াটস অ্যাপ চ্যানেলে: https://whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D 

 

আরও পড়ুন

তুলা রাশিতে ঘুরছে বুধ, ৬ নভেম্বর পর্যন্ত ভালো সময় এই ছয় রাশির, জটিল সমস্যার মুখোমুখি হবেন এই চার

কানের আকৃতি বলে দেবে কে কত সম্পত্তির মালিক, রইল সামুদ্রিক শাস্ত্র মত

বউ পাগল বা বউয়ের কথায় ওঠে বসে এই রাশির পুরুষরা, এই তালিকায় আপনি নেই তো

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury