প্রতি শুক্রবার করুন এই কয়টি কাজ, কৃপা পাবেন মা লক্ষ্মীর, ঘটবে আর্থিক উন্নতি

Published : Nov 24, 2023, 04:40 PM ISTUpdated : Nov 24, 2023, 04:41 PM IST
Maa Laxmi

সংক্ষিপ্ত

প্রতি শুক্রবার করুন এই কয়টি কাজ, কৃপা হবে মা লক্ষ্মীর, ঘটবে আর্থিক উন্নতি।

মা লক্ষ্মীর আশীর্বাদ না থাকলে আর্থিক সমস্যা চলতেই থাকে। তেমনই পাওনা টাকা আদায়ে সমস্যা, আর্থিক ক্ষতি থেকে আর্থিক জটিলতার সম্মুখীন হতে পারেন মা লক্ষ্মীর কৃপা না থাকলে। প্রতি শুক্রবার করুন এই কয়টি কাজ, কৃপা হবে মা লক্ষ্মীর, ঘটবে আর্থিক উন্নতি।

শুক্রবার সঠিক বিধি মেনে মা লক্ষ্মীর পুজো করুন। দেবীকে পদ্ম নিবেদন করুন। এতে মিলবে উপকার।

শুক্রবার দেবী লক্ষ্মীর ব্রত পালবন করলে শারীরিক কষ্ট থেকে মুক্তি মিলবে। দাম্পত্য জীবনেও সুখ, শান্তি পাবেন।

শুক্রবার মেয়েদের বাড়িতে ডেকে ক্ষীর খাওয়ান। এটি শুভ বলে মনে করা হয়। এতে আর্থিক উন্নতি হবে। তেমনই মেয়েদের হলুদ রঙের কাপড় ও দক্ষিণাও দিতে পারেন।

শুক্রবার কাউকে চিনি ধার দেবেন না। এতে শুক্র গ্রহ দুর্বল হয় এবং দারিদ্র্যতা দেখা দেয়।

শুক্রবার কাউকে টাকা ধার দেবেন না। এতে আর্থিক ক্ষতি হতে পারে।

শুক্রবার দিন গরুকে রুটি খাওয়ান। এতে মা লক্ষ্মী প্রসন্ন হন। তাঁর কৃপা সর্বদা থাকবে আপনার ওপর।

শুক্রবার কোনও জরুরি কাজে বেরোনোর থাকে তাহলে সে দিন ভোরবেলা স্নান সেরে নিন। পরিষ্কার কাপড় পরে মা লক্ষ্মীর পুজো করুন।

শুক্রবার একটি ছোট মাটির কলসি ভর্তি চাল নিন। তাতে এক টাকার কয়েন ও এক টুকরো হলুদের টুকরো দিন। এবার লাল কাপড় দিয়ে কলসির মুখ বেঁধে নিন। কোনও মন্দিরে তা দান করুন।

শুক্রবার মা লক্ষ্মীর ছবি বা মূর্তির সামনে শুক্রবার এক টাকার কয়ে রাখুন। পরে তা আপনার কাছে রেখে দিন। এতে মনের সকল ইচ্ছা পূরণ হবে। এবার থেকে মেনে চলুন এই  সকল টোটকা। এতে  মিলবে উপকার। দূর হবে আর্থিক জটিলতা। মিলবে মায়ের কৃপা।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

 

আরও পড়ুন।

Shri Krishna: ভগবান শ্রী কৃষ্ণের প্রিয় মাস কোনটি? ভাগ্যের দোষ কাটাতে এই সময়ে পালন করুন মাত্র ৩টি নিয়ম

Black Thread: কোনও ফলাফল না জেনেই পায়ে পরে ফেলছেন কালো সুতো? জ্যোতিষমতে জেনে নিন এর দোষ-গুন

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গী আজ আর্থিক বিষয়েও আপনাকে সাহায্য করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে প্রচুর লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল