মকর সংক্রান্তির দিন পালন করুন এই সকল টোটকা, দূর হবে জীবনের সকল জটিলতা

মকর সংক্রান্তিতে গঙ্গাস্নান, সূর্যদেবকে অর্ঘ্য, গরুকে খাদ্যদান, দান-ধ্যান, বাড়ি পরিষ্কার, দেব-দেবীর পূজা, অতিথি আপ্যায়ন, ঘুড়ি ওড়ানো, খিচুড়ি রান্না ও দান এবং ভ্রমণ পরিহার করলে জীবনে সুখ, সমৃদ্ধি ও শান্তি আসবে।

হিন্দু শাস্ত্রে মকর সংক্রান্তির দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিন গঙ্গা কিংবা কোনও পবিত্র নদীতে স্নান করলে পূণ্য লাভ হয়। প্রচলিত আছে এমনই কথা। এই দিনটি অত্যন্ত শুভ ও পবিত্র হিসেবে মনে করা হয়। মকর সংক্রান্তির দিন বিভিন্ন জ্যোতিষীর ও আধ্যাত্মিক উপায় অনুসরণ করলে জীবনে সব দিকে আসে উন্নতি। পালন করুন এই সহজ টোটকা। জেনে নিন কোন কোন উপায় মিলবে।

সবার আগে এই দিন গঙ্গাস্নান করুন। মকর সংক্রান্তির দিন সকালে গঙ্গাস্নান বা কোনও পবিত্র নদীতে স্নান করলে পূণ্য লাভ হয়। এই দিন সূর্যদেবকে অর্ঘ্য দিন। তা হলে জীবনে সুখ, সমৃদ্ধি ও শান্তি আসবে। অবশ্যই পালন করুন এই টোটকা।

Latest Videos

মকর সংক্রান্তির দিন সূর্যদেবকে তামার ঘটিতে জল নিবেদন করুন। একটি পেতলের ঘটি নিন। তাতে গঙ্গা জল নিয়ে তাতে একটি লাল ফুল, সিঁদুর বা লাল চন্দন এবং সামান্য আতপ চাল দিন। এতে সূর্যদেবের আশীর্বাদ মিলবে।

মকর সংক্রান্তির দিন গরুকে রুটিতে গুড় ও ঘি খাওয়ান। এতে ভাগ্যন্নোতি হবে। মকর সংক্রান্তির দিনে একটি রুটির ওপর ঘি মাখিয়ে তাতে গুড় দিয়ে গরুকে খাওয়ান। জীবনে আসবে উন্নতি।

মকর সংক্রান্তির দিন দান করুন। এই দিন কম্বল, গুড়, তিল বা লাল বস্ত্র দান করুন। এই দানে ভাগ্য পরিবর্তন হবে। অবশ্যই পালন করুন এই টোটকা।

মকর সংক্রান্তির আগে বাড়ির সকল ময়লা পরিষ্কার করুন। মকর সংক্রান্তির দিন বাড়ির সদর দরজায় কোনও ধরনের নোংরা রাখা যাবে না। আগের দিন বাড়ি পরিষ্কার করুন। তা না হলে আপনার জীবনে নেমে আসবে খারাপ সময়।

মকর সংক্রান্তির দিন দেবদেবীদের নতুন বস্ত্র পরান। বাড়ির পরিবেশে পবিত্রতা ও শান্তি আনতে পারেন। এটি আধ্যাত্মিক শক্তিশালী করবে।

মকর সংক্রান্তির দিন কেউকে খালি হাতে ফেরাবেন না এই দিন। এই মকর সংক্রান্তির দিনে বাড়িতে কোনও অতিথি এতে তাঁকে উপহার দিন।

এই মকর সংক্রান্তির দিন ঘুড়ি ওড়ানো অত্যন্ত শুভ। এই দিন বাচ্চাদের ঘুড়ি উপহার দিতে তাদের জন্য শুভ দিন এটি। এই দিন ঘুড়ি ওড়ানো শুভ বলে গণ্য হয়ে থাকে।

মকর সংক্রান্তির দিন খিচুড়ি রান্না করুন। আর তা দান করুন। এতে পূণ্য অর্জন হবে। এটি আপনার ভাগ্যকে অনুকূল করবে এবং সমৃদ্ধি এনে দেবে।

যাত্রা এড়িয়ে চলুন এই দিন। মকর সংক্রান্তির দিনে কোনও বড় যাত্রায় বের হওয়া উচিত নয়। এই দিনটি ঘরোয়া কাজে মনোযোগ দেওয়ার এবং আধ্যাত্মিকতার দিকে মনোযোগ দেওয়ার সময়। পালন করুন এই সকল টোটকা। এতে জীবনের খারাপ সময় কেটে যাবে। আপনার জীবনে সকল ক্ষেত্রে হবে উন্নতি। পালন করুন এই দশ টোটকা। বিশেষ করে এই দিন গঙ্গাস্নান করুন। একান্ত সম্ভব না হলে, স্নানের জলে গঙ্গাজল মিশিয়ে স্নান করুন। গঙ্গা হোক কিংবা কোনও পবিত্র নদীতে স্নান করা শুভ বলে মনে করা হয়। এই দিন পালন করুন এই টোটকা। পূণ্য লাভের আশায় এই টোটকা পালন করতে পারেন।

 

Share this article
click me!

Latest Videos

রামপুরহাটে নামার কথা ছিল, কেন ফরাক্কায় নেমে ছিল দীপ্তি! | Harishchandrapur News | Malda News
Canning-এ ঘটে গেল বড় দুর্ঘটনা! বাড়ি ফেরার পথেই প্রাণঘাতী ধাক্কা লরির,দেখুন
Sukanta Majumdar Live: স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উদযাপনে সুকান্ত, দেখুন সরাসরি
'আমাদের ১ কোম্পানি ঢুকলেই ওরা পালানোর পথ পাবে না' | Suvendu Adhikari | #shorts | #bjp |
স্যালাইন কাণ্ডে কার নাম নিলেন! | Suvendu Adhikari | #shorts | #shortsvideo | #shortsfeed