জগদ্ধাত্রী পুজোর দিন পালন করুন এই পাঁচটি টোটকা, সংসারে ঘটবে উন্নতি

মহা শক্তির আদি রূপ হল মা জগদ্ধাত্রী। তিনি সিংহবাহিনী চতুর্ভূজা নামে পরিচিত। মূলত চন্দননগর ও কৃষ্ণনগরে পুজিত হন মা জগদ্ধাত্রী। মায়ের কৃপা পেতে নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করুন জগদ্ধাত্রী পুজো। সঙ্গে পালন করুন কয়টি টোটকা। 

একে একে পালিত হচ্ছে উৎসব। প্রতি বারই বছর এই শেষর দিকের সময়টা একাধিক উৎসব পালিত হয়। দুর্গোৎসব দিয়ে শুরু হয় উৎসব। দুর্গাপুজোর পর লক্ষ্মী পুজো, কালীপুজো, ভাইফোঁটা একে একে উৎসব। এর মাঝে দিওয়ালী, ছটপুজোও পালিত হয়। আর এখন চলছে জগদ্ধাত্রী পুজো। মা দুর্গা আরও এক রূপে পুজিত হন মর্ত্যে। মহা শক্তির আদি রূপ হল মা জগদ্ধাত্রী। তিনি সিংহবাহিনী চতুর্ভূজা নামে পরিচিত। মূলত চন্দননগর ও কৃষ্ণনগরে পুজিত হন মা জগদ্ধাত্রী। এছাড়াও শহরের বিভিন্ন পাত্রে মায়ের এই আদি রূপের পুজো হয়ে থাকে। মায়ের কৃপা পেতে নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করুন জগদ্ধাত্রী পুজো। সঙ্গে জগদ্ধাত্রী পুজোর দিন পালন করুন এই পাঁচটি টোটকা, সংসারে ঘটবে উন্নতি। দেখে নিন কী কী।

ভুলেও কাউকে ফিরিয়ে দেবেন না এই দিন। বাড়িতে দরিদ্র কোনও ব্যক্তি সাহায্য চাইলে আসলে তাকে সাধ্য মতো সাহায্য করুন। ফিরিয়ে দিলে দেবী রুষ্ট হন। মেনে চলুন এই বিশেষ টিপস।

Latest Videos

অষ্টমী ও নবমী তিথিতে শঙ্খ কিনুন। এতে সংসারে মঙ্গল হবে। শঙ্খ কেনা শুভ বলে মনে করা হয়ে থাকে। জগদ্ধাত্রী পুজোর দিন পালন করুন এই টোটকা। এতে সংসারে সুখ বজায় থাকবে। ঘটবে আর্থিক উন্নতি।

দশমীর দিন সিঁদুর কৌটো কিনে পুজো করিয়ে নিন। এতে স্বামীর মঙ্গল হবে। অবশ্যই দশমীর তিথিতে পালন করুন এই টোটকা।

নিরামিষ ভোজন করুন পুজোর এই কদিন। চলছে জগদ্ধাত্রী মায়ের আরাধনা। কোথাও পাঁচদিন ধরে মায়ের পুজো হয় তো কোথাও দুদিন ধরে পুজো হয়। পুজোর অষ্টমী ও নবমীর দিন আমিষ ভোজন না করাই ভালো। এতে সংসারে অমঙ্গল দেখা দিতে পারে।

পুজোর তিথিতে সধবা মহিলাকে লাল বস্ত্র ও আলতা সিঁদুর দিন। এটি শুভ মনে মনে করা হয়। এতে দেবী তুষ্ট হন। মায়ের পুজোয় পালন করুন এই বিশেষ টোটকা।

হিন্দু শাস্ত্রে রয়েছে একাধিক শক্তির কথা। তিথি অনুসারে, আলাদা আলাদা দেব-দেবীর পুজো হয়ে থাকে। তেমনই একাধিক অনুষ্ঠান করার সময় আলাদা আলাদা সময়ের উল্লেখ আছে। তেমনই রয়েছে জ্যোতিষ টোটকার হদিশ। সেই অনুসারে, জগদ্ধাত্রী পুজোর দিন পালন করুন এই সকল টোটকা। এতে সংসারে উন্নতি দেখা দেবে। মঙ্গল হবে সকল সদস্যের।

 

আরও পড়ুন- ডেটিং-এ যেতে সব সময় প্রস্তুত, সাহসী মানসিকতার অধিকারী হন এই চার রাশি

আরও পড়ুন- মহাশক্তির আদিরূপ, জেনে নিন এই বছর কবে থেকে শুরু হবে দেবী জগদ্ধাত্রীর আরাধনা

আরও পড়ুন- এই কয়টি খারাপ আচরণের কারণে অনেকের অপছন্দের মানুষ হল মিথুন রাশি, দেখে নিন তালিকা

 

Share this article
click me!

Latest Videos

Chinmay Krishna Das-কে দেখা মাত্রই 'জয় শ্রী রাম' ধ্বনিতে মুখরিত চট্টগ্রাম কোর্ট চত্বর, দেখুন ভিডিও
চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে বিধানসভায় বিক্ষোভ Suvendu-র! | Suvendu Adhikari
'চিন্ময় প্রভুকে মুক্তি দাও, না হলে সব পরিষেবা বন্ধ করে দেবো' চরম হুঁশিয়ারি Suvendu Adhikari-র
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
Sukhendu Sekhar কী বিজেপিতে যোগ দিচ্ছে? জল্পনা উস্কে যা বললেন Agnimitra Paul