ডেটিং-এ যেতে সব সময় প্রস্তুত, সাহসী মানসিকতার অধিকারী হন এই চার রাশি

আজ রইল চার রাশির কথা। এই চার রাশির ছেলে মেয়েরা ডেটিং নিয়ে খুব আগ্রহী হয়। এরা ডেটিং এদের মনে কোনও রকম জড়তা নেই। তেমনই ভয় পান না এরা। দেখে নিন তালিকায় কে কে আছেন।

ডেটিং নিয়ে সকলের ধারণা আলাদা। সকলেই চান পছন্দের মানুষকে খুঁজে পেতে। সে কারণে ডেটিং অ্যাপ ব্যবহার করেন। তবে, ডেটিং অ্যাপে কাউও সঙ্গে সাক্ষাৎ হলেই কেউ যে দেখা করতে চান এমন নয়। আজ রইল চার রাশির কথা। এই চার রাশির ছেলে মেয়েরা ডেটিং নিয়ে খুব আগ্রহী হয়। এরা ডেটিং এদের মনে কোনও রকম জড়তা নেই। তেমনই ভয় পান না এরা। দেখে নিন তালিকায় কে কে আছেন।

কুম্ভ রাশি- জানুয়ারি ২০ থেকে ১৮ ফেব্রুয়ারি-র মধ্যে যাদের জন্ম তারা এই রাশির তালিকায় পড়ে থাকেন। রাশি চক্রের একাদশ রাশি হল কুম্ভ। এই রাশির অধিকর্তা শনি। এই রাশির ছেলে মেয়েরা স্পষ্টভাষী, কর্তৃত্বপূর্ণ স্বভাবের হন। এরা রোম্যান্টিক স্বভাবের হন। এই রাশি ছেলে মেয়েরা ডেটিং করতে পছন্দ করেন।

Latest Videos

মীন রাশি- ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০ তারিখের মধ্যে যাদের জন্ম হয় তারা এই রাশির তালিকায় পড়েন। রাশি চক্রের দ্বাদশ রাশি হল মীন রাশি। এই রাশির ছেলে মেয়েরা জীবনে একাধিকবার উত্থান- পতন দেখেন। এই রাশির ছেলে মেয়েরা আবেগপ্রবণ, সহানুভূতিশীল, রোমান্টিক ও রহস্যময় স্বভাবের হয়ে থাকেন। এদের মধ্যে ডেটিং নিয়ে কোনও জড়তা নেই।

বৃশ্চিক রাশি- অক্টোবর ২৩ থেকে ২২ নভেম্বরের মধ্যে যাদের জন্ম তারা বৃশ্চিক রাশির অধিকর্তা। রাশি চক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এই রাশির ছেলে মেয়েরা তেজী, নির্ভীক ও একগুঁয়ে স্বভাবের মানুষ হন। এই রাশির ছেলে মেয়েরা ডেটিং করতে পছন্দ করেন। এরা আবেগপ্রবণ, কল্পনাপ্রবণ স্বভাবের হয়ে থাকেন। এই রাশির ছেলে মেয়েরা দ্রুত কারও প্রেমে পড়ে যায়। এরা রোম্যান্টিক স্বভাবের মানুষ হন এরা।

তুলা রাশি- ২২ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবরের মধ্যে যাদের জন্ম তারা তুলা রাশির অন্তর্ভুক্ত। বাকি তিন রাশির সঙ্গে এদের মিল বিস্তর। এই রাশির ছেলে মেয়েরা খুবই আবেগপ্রবণ হয়ে থাকেন। রাশি চক্রের সপ্তম রাশি হল তুলা। এই রাশি অধিকর্তা গ্রহ হল শুক্র। এই রাশির ছেলে মেয়েরা রোম্যান্টিক স্বভাবের মানুষ হয়ে থাকেন। এরা চট করে কারও প্রেমে পড়ে যান। এই রাশি ছেলে মেয়েরা ডেটিং-এ যেতে সব সময় প্রস্তুত। এরা ডেটিং এর ব্যাপারে সাহসী হয়ে থাকেন।

 

আরও পড়ুন- মহাশক্তির আদিরূপ, জেনে নিন এই বছর কবে থেকে শুরু হবে দেবী জগদ্ধাত্রীর আরাধনা

আরও পড়ুন- এই কয়টি খারাপ আচরণের কারণে অনেকের অপছন্দের মানুষ হল মিথুন রাশি, দেখে নিন তালিকা

আরও পড়ুন- নভেম্বর মাসে এই ৭ রাশির হাতে আসবে প্রচুর ধন সম্পত্তি, দেখে নিন সেই তালিকা

Share this article
click me!

Latest Videos

মালদার তৃণমূল কাউন্সিলার দুলাল সরকার কেসে জড়িত কী দলেরই কেউ? বিস্ফোরক তথ্য পুলিশের হাতে
Mamata Banerjee Live: নবান্নে প্রশাসনিক বৈঠক মমতার, দেখুন সরাসরি
জঙ্গি ঢোকাচ্ছে বিএসএফ মন্তব্য করেছিলেন Abhishek, পাল্টা অভিষেকের দিকেই আঙ্গুল তুললেন Soumya Aich Roy
‘Mamata Banerjee দুই দিন পর BSF-কেও না রাষ্ট্রদ্রোহী বলে দেন’ পাল্টা দিলেন Adhir Ranjan Chowdhury
'জনজাতিদের নিচু করে মমতা আর মোদী মাথায় করে রাখে' পশ্চিম মেদিনীপুরে গিয়ে এ কী বললেন শুভেন্দু?