Rath Yatra 2025: ঘরে সুখ-শান্তি বজায় রাখতে অবশ্য পালন করুন এই কয়টি জ্যোতিষ টোটকা, মিলবে জগন্নাথ দেবের কৃপা

Published : Jun 26, 2025, 03:28 PM IST

২৭ জুন ২০২৫, শুক্রবার রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় এই উৎসব। এই দিনে বিশেষ জ্যোতিষ টোটকা পালন করলে মেলে জগন্নাথদেবের কৃপা।

PREV
110

চারিদিকে চলছে সাজো সাজো রব। শুরু হতে চলেছে রথযাত্রা। এবছর রথযাত্রা বের হবে শুক্রবার ২৭ জুন ২০২৫।

210

প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই উৎসব পালিত হয়। এবার দ্বিতীয়া তিথি শুরু হবে ২৬ জুন, দুপুর ১.২৪ থেকে। দ্বিতীয়া তিথি শেষ হবে ২৭ জুন, সকাল ১১.১৯ মিনিটে।

310

এবছর উল্টো রথযাত্রা ২০ আষাঢ় (৫ জুলাই) শনিবার। মহেন্দ্রযোগ সকাল ৫টা ৫১ মিনিট থেকে ৬টা ৪৪ মধ্যে এবং সকাল ৯টা ২৫ মিনিট থেকে সকাল ১০টা ১৮ মিনিটের মধ্যে।

410

এই রথের দিন পালন করুন বিশেষ জ্যোতিষ টোটাক। ঘরে সুখ ও শান্তি বজায় রাখতে এই কয়টি জিনিস করতে পারেন। মিলবে জগন্নাথদেবের কৃপা।

510

বাড়িতে নারায়ণ থাকলে তার সামনেও জগন্নাথের ব্রত পালন করতে পারেন। একটি পেতলের বাটিতে একটু আতপ চাল, দুটো কাঁচা হলুদ এবং ১ টাকার একটি কয়েন দিন।

610

গৃহপ্রবেশের দিন হিসেবে রথের দিনটি অত্যন্ত শুভ।

710

গৃহপ্রবেশের মতোই ভিতপুজোর দিন হিসেবে এই দিনটি শুভ। ইদানীং কলকাতা সহ রাজ্যের বিভিন্ন বড় বারোয়ারি দুর্গাপুজোর খুঁটিপুজোও এই দিন করা হয়।

810

এই দিন বৃক্ষরোপণ করতে পারেন। এই দিনটি বৃক্ষরোপণের জন্য শুভ দিন।

910

যে কোনও পুণ্য তিথিকে গঙ্গাস্নান করলে পুণ্য লাভ হয়। সেই মতো রথের দিনও গঙ্গাস্নান করতে পারেন।

1010

জগন্নাথ মন্ত্র জপ করলেও পুণ্য হয়। মন্ত্রটি হল জগন্নাথ স্বামী, নয়ন পথগামী, ভবতু মে।

Read more Photos on
click me!

Recommended Stories