অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে পালন করুন হলুদ ও চালের টোটকা। হলুদ দিয়ে টোটকা পালন করতে পারেন। তেমনই চালের টোটকা পালনেও মিলবে উপকার। জেনে নিন কী কী টোটকা পালন করবেন।
হিন্দু শাস্ত্রে রয়েছে ১৩৩ কোটি দেব দেবীর কথা। এই সকল শক্তির পুজোর উল্লেখ আছে শাস্ত্রে। তেমনই উল্লেখ আছে নানান টোটকার কথা। জীবনের প্রতিটি পদক্ষেপে নানান সমস্যা চলতেই থাকে। খারাপ ও ভালো সময় মিলিয়ে দিন কাটে। মাঝে মধ্যেই আর্থিক সমস্যা দেখা দেয়। আর্থিক সমস্যা নতুন কথা নয়। পাওনা টাকা আদায়ে সমস্যা, আর্থিক ক্ষতি সংক্রান্ত সমস্যা চলতেই থাকে। তেমনই সম্পত্তি সংক্রান্ত সমস্যা দেখা যায়। এবার যে কোনও অর্থ সমস্যা থেকে মুক্তি পেতে এবার হলুদ ও চালের টোটকা পালন করুন। এবার অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে পালন করুন হলুদ ও চালের টোটকা। হলুদ দিয়ে টোটকা পালন করতে পারেন। তেমনই চালের টোটকা পালনেও মিলবে উপকার। জেনে নিন কী কী টোটকা পালন করবেন।
বৃহস্পতিবার হলুদের টোটকা পালন করুন। এই টোটকা পালনে হলুদের দুটো টুকরো নিন। তেমনই লাল কাপড়ের টুকরো নিন। এবার এবার এই লাল কাপড়ের টুকরোতে হলুদ নিন। এবার তা আপনার লকারে রেখে নিন। এমন স্থানে রাখুন যেখানে আপনার অর্থ থাকে। কিংবা সোনার গয়না রেখে থাকেন। এমন লকারে রেখে দিন লাল ও হলুদের টুকরো রাখুন। এবার রোজ ধূপ দেখান। আর মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করুন যাতে আপনার সম্পত্তি বৃদ্ধি পায়। মেনে চলুন এই সকল টোটকা।
তেমনই হলুদের টোটকা পালন করুন। পাওনা টাকা আদায়ে দেখা দেয় সমস্যা। এমন টাকা আটকে থাকলে চালের টোটকা পালন করুন। অল্প পরিমাণ চাল নিন। তাতে মেশান হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিন। এবার লাল কাপড়ে বেঁধে নিন। এবার তা মানি ব্যাগে রাখুন। এভাবে রেখে দিলে পাওনা টাকা পেয়ে যাবে। মিলবে উপকার। পালন করুন এই বিশেষ টোটকা।
অর্থ সংক্রান্ত যে কোনও সমস্যা থেকে মুক্তি পেতে পালন করতে পারেন এই সকল টোটকা। হলুদ ও চাল দিয়ে টোটকা পালন করতে পারেন। হলুদ ও চাল দিয়ে টোটকা পালন করলে মিলবে উপকার। অর্থ সংক্রান্ত যে কোনও সমস্যা থেকে মুক্তি পেতে পালন করুন এমন বিশেষ টোটকা। আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এই দুই টোটকার গুণে। এভাবে পালন করুন হলুদ ও চালের টোটকা। মুক্তি মিলবে যাবতীয় আর্থিক জটিলতা থেকে।
আরও পড়ুন-
বাস্তু নিয়ম অনুযায়ী তৈরি করুন বাড়ির সিঁড়ি, খুলে যাবে পরিবারে অর্থভাগ্যের দরজা
নিজের জীবনের এই গুরুত্বপূর্ণ কথাগুলো কখনও কাউকে বলবেন না-জানিয়েছেন চাণক্য
জীবনের একাধিক সমস্যা থেকে মুক্তি পেতে হাতিয়ার করুন গুড়, রইল গুড়ের টোটকার হদিশ