সংখ্যা ৩ ( যে কোনও মাসে ৩,১২,২১ এবং ৩০ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
২০২৬ সালে সংখ্যা ৩-র জাতক জাতিকারা পড়াশোনা, শিক্ষকতা ও পরামর্শদানের সঙ্গে জড়িত ব্যক্তিরা উপকৃত হবেন। তারা এই বছর সম্মান ও স্বীকৃতি পাহেন। আধ্যাত্মিক কাজে আগ্রব বাড়বে।
সংখ্যা ৪ ( যে কোনও মাসে ৪,১৩,২২ এবং ৩১ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
২০২৬ সালে সংখ্যা ৪-র জাতক জাতিকাদের কাজে ধীর কিন্তু স্থির অগ্রগতি হবে। সরকারি বা কারিগরি কাজে লাভবান হবেন। সব কাজে ধৈর্য রাখুন।