স্থান পরিবর্তন করবে সূর্য, আগামী ১ মাস গোল্ড টাইম এই চার রাশির জীবনে
রবিবার ১৬ নভেম্বর সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করার ফলে আগামী এক মাস চারটি রাশির জীবনে শুভ সময় আসতে চলেছে। এই গোচরের প্রভাবে কর্কট, সিংহ, বৃশ্চিক এবং মকর রাশির জাতকদের কর্মজীবন, ব্যবসা ও আর্থিক ক্ষেত্রে দারুণ উন্নতি হবে।

সূর্যের রাশি পরিবর্তন চার রাশির জীবনে নিয়ে আসছে শুভ সময়। ফের ভালো সময় শুরু হতে চলেছে এই চার রাশির জীবনে। আগামী এক মাস জীবনের সকল জটিলতা থেকে মিলবে মুক্তি। ভাগ্য সঙ্গ দেবে এই চার রাশির। রবিবার ১৬ নভেম্বর সূর্য তার নীচ রাশি তুলা থেকে বেরিয়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। সূর্যের গোচর ১৬ নভেম্বর ১.৫২ মিনিটে হয়েছে।
আগামী ৩০ দিন পর্যন্ত বৃশ্চিক রাশিতেই অবস্থান করবে সূর্য। কর্কট, সিংহ এবং বৃশ্চিক-সহ একাধিক রাশির জাতকদের কর্মজীবন ও ব্যবসায় লাভ এনে দেবে। দেখে নিন কার কার জীবনে আসবে কী কী পরিবর্তন।
কর্কট রাশি
সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করে কর্কট রাশির জাতকদের ইতিবাচক ফল এনে দেবে। এই সময় আপনার কর্মজীবন ও ব্যবসায় দ্রুত গতি আসবে। আটকে থাকা কাজ সম্পন্ন হবে। এই সময় পরিবারের সাহায্যে সব কাজে হবে উন্নতি।
সিংহ রাশি
সূর্য আপনার রাশির অধিপতি হওয়ার কারণে এই গোচরে সবচেয়ে বেশি লাভ হবে সিংহ রাশির। কর্মজীবনে উন্নতি হবে। হতে পারে পদোন্নতি। তেমনই আটকে থাকা কাজ সম্পন্ন হবে। আর্থিক অবস্থা হবে উন্নত। এই সময় আটকে থাকা সব কাজে আসবে গতি।
বৃশ্চিক রাশি
সূর্য গোচর করে আপনার রাশিতে এসে উপস্থিত হয়েছে। এই সময় আপনার মানসিক জটিলতা দূর হবে। এই সময় নতুন সম্পর্ক দেখা দিতে পারে। এই সময় কর্মজীবনে আসবে ইতিবাচক পরিবর্তন। এই সময়টি শিক্ষার্থীদের জন্য শুভ।
মকর রাশি
সূর্যের গোচরে ভাগ্য খুলবে মকর রাশির। আটকে থাকা টাকা ফেরত পাবেন। এই সময় পরিবারিক জটিলতা থেকে মিলবে মুক্তি। কর্মক্ষেত্রে হবে উন্নতি।

