সংখ্যা ৩ ( যে কোনও মাসে ৩, ১২, ২১ এবং ৩০ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, আজকের দিনের বেশিরভাগ সময় সৃজনশীল কাজে কাটবে। বাড়ির সংস্কার ও সাজসজ্জার কাজে সময় কাটান। কোষ্ঠকাঠিন্য ও পেট খারাপ হতে পারে। কর্মজীবনে সুসংবাদ পেতে পারেন। ব্যবসায় আরও মন দিন। মিডিয়া, শেয়ার, কম্পিউটার সম্পর্কীত কাজে সফল হবেন।