সংখ্যা ২ ( যে কোনও মাসে ২, ১১, ২০ এবং ২৯ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, সম্পত্তি সংক্রান্ত কাজে সতর্ক হন। পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য সেরা দিন। আটকে থাকা কাজে আসবে গতি। অলসতার কারণে সমস্যা তৈরি হতে পারে। কাশি, জ্বর ও অ্যালার্জির সমস্যায় ভুগতে পারেন।