রাহুর আশীর্বাদে চার রাশির জীবনে টাকার বৃষ্টি হবে, রাশি পরিবর্তনের সুফল-কুফল দুই থাকবে এদের জীবনে

Published : Jan 12, 2023, 09:55 PM IST
rahu

সংক্ষিপ্ত

জ্যোতিষ অনুযায়ী চলতি বছর অক্টোবরে শুরু করে রাহুর রাশি পরিবর্তন। সেই সময় চার রাশির জাতক ও জাতিকারা শুভ ফল পাবেন। তবে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে, শনিগ্রহও একই মাসে কুম্ভ রাশিতে প্রবেশ করবে।

চলতি বছর রাশি পরিবর্তন করতে চলেছেন রাহু। বৃষর রাশি থেকে মেষ রাশিতে গমন করবেন রাহু। রাহুর এই গোচর বেশ কয়েকটি রাশির জন্য শপভ সময় বয়ে আনবে। জ্যোতিষ অনুযায়ী চলতি বছর অক্টোবরে শুরু করে রাহুর রাশি পরিবর্তন। সেই সময় চার রাশির জাতক ও জাতিকারা শুভ ফল পাবেন। তবে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে, শনিগ্রহও একই মাসে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। তারপর রাহুল ও শনি পরস্পরের সঙ্গে একই রাশিতে অবস্থান করবে। তাতে সুবিধে হবে চার রাশির।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির তৃতীয় ঘরে গোচর করবে বক্রী রাহু। রাহুল অবস্থান বদল দারুণ শুভ হবে এই রাশির জাতক ও জাতিকাদের জন্য। যারা ব্যবসা করেন তারা ঝুঁকি নিয়ে ব্যবসা করতে পারবেন। চাকরিজীবীরা কেরিয়াবে খুব ভাল সুযোগ পাবেন। অনেকের বিদেশ যাওয়ার ইচ্ছেও পুরণ হতে পারে।

মেষ রাশি

বিপরীতমুখী চলনে আগামী অক্টোবর মাস থেকে মেষ রাশিতে গোচর করবেন রাহু। রাহুর শুভ প্রভাব পড়বে এই রাশির ওপর। আর্থিক উন্নতি হবে এই রাশির জাতক ও জাতিকাদের। তবে বিভিন্ন কারণে মোটা অঙ্কের টাকা খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। আয় বাড়বে- তাই অতিরিক্ত খরচ সমস্যায় ফেলবে না। বছরের শেষ দিকে ব্যবসা বাড়বে। পরিবারে সুখ ও সমৃদ্ধি আসবে। চাকরিজীবীদের পদোন্নতি হবে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিত রাশির ষষ্ঠঘরে প্রবেশ করবেন রাহু। রাহুর এই স্থান পরিবর্তনে এই রাশির জাতক ও জাতিকারা নিজের শত্রুদের মোকাবিলা করতে পারবেন। এই সময় এদের আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। আর্থির অবস্থা শক্তিশালী হবে। কেরিয়ারে হঠাৎ করে দারুণ সুযোগ আসবে। বন্ধু ও আত্মীয়দের সঙ্গে ভাল সম্পর্ক স্থাপন হবে।

কর্কট রাশি

কর্কট রাশির দশম ঘরে প্রবেশ করবেন রাহু। এই সময় এই রাশির জাতক ও জাতিকাদের পরিবার নানা সমস্যায় পড়বে। পরিবারের সদস্যদের মধ্যে প্রবল টেনশন থাকবে। রাহুল প্রভাবে খরচ বাড়বে। তবে পাল্লা দিয়ে বাড়বে আয়। নানা দিক থেকে অর্থ হাতে পাবে এই রাশির মানুষরা। অফিসে কাজের চাপ বাড়বে। আর্থিক অনটন একদমই থাকবে না এই রাশির জাতক ও জাতিকাদের।

 

PREV
click me!

Recommended Stories

Numerology: দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে আজকের দিনটি, রইল জ্যোতিষ গণনা
Love Horoscope: চারপাশের লোকেরা সঙ্গীকে ঠিকভাবে বুঝতে পারবে না ! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল