চৈত্র নবরাত্রি-তে পাঠ করুন শ্রী দুর্গা চালিশা, সঠিক ভাবে মায়ের আরাধনায় মুক্তি মিলবে সকল বিপদ থেকে

তিথি অনুসারে, আজ ২২ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত পালিত হবে চৈত্র নবরাত্রি। এই পুজোর সময় পাঠ করুন শ্রী দুর্গা চালিসা, সঠিক ভাবে মায়ের আরাধনা করলে মুক্তি মিলবে সকল বিপদ থেকে।

Web Desk - ANB | Published : Mar 22, 2023 4:00 AM IST

হিন্দু শাস্ত্রে রয়েছে একাধিক দেবদেবীর উল্লেখ। তেমনই উল্লেখ আছে তাদের পুজার রীতি ও নিয়মের কথা। তেমনই শাস্ত্রে উল্লেখ আছে বিভিন্ন দেব-দেবীর আরাধনার করার সঠিক সময়। সেই তিথি অনুসারে, আজ ২২ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত পালিত হবে চৈত্র নবরাত্রি। এই পুজোর সময় পাঠ করুন শ্রী দুর্গা চালিশা, সঠিক ভাবে মায়ের আরাধনা করলে মুক্তি মিলবে সকল বিপদ থেকে।

শাস্ত্র মতে, শ্রী দুর্গা চালিসা পাঠে মা দুর্গা প্রসন্ন হন। নিয়ম মেনে মা দুর্গার আরাধনা করলে ও চালিসা পাঠ করলে এবং আরাধনা করলে মা দুর্গা খুশি হবে। শ্রী কল্লাজি বৈদিক বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগের প্রধান ডঃ মৃত্যুঞ্জয় তিওয়ারি বলেছেন, নবরাত্রিতে মা দুর্গার পঞ্চোপচার পুজো করুন। দেবীরে ফুল নিবেদন করুন, ধূপ দেখান ও আরতি করুন। পুজোর সময় দুর্গা চালিশা পাঠ করুন। ঘি বা কর্পূর দিয়ে তৈরি প্রদীপে আরতি করুন। প্রসন্ন হবেন মা। এরই সঙ্গে পাঠ করুন শ্রী দুর্গা চালিশা।

 

শ্রী দুর্গা চালিশা

 

নমো নমো দুর্গে সুখ করনী।

নমো নমো অংবে দুঃখ হরনী ।।

নিরাকার জ্যোতি তোমা।

ত্রিলোক ছাড়ায় উজ্জ্বলতা ।।

শশী ললাট মুখ মহাবিশাল ।

নেত্র লাল ভ্রুকুটি বিক্রাল ।।

রূপ মাতার অধিক শোভা হয়।

দর্শন করে মানূ অতি সুখ পায়।।

তুমি সংসার শক্তি নিয়ে আছো।

পালন হেতু অন্ন ধন দিচ্ছ।।

অন্নপূর্ণা হয়ে জগৎ পালিকা ।

তুমি আদি সুন্দরী বালিকা।

প্রলয় কালে সব নাশ করিয়া।

তুম গৌরী শিব শংকরের প্রিয়া ।।

শিব যোগী তোমার গুণ গান।

ব্রক্ষ্মা বিষ্ণু তোমার নিত্য ধ্যানে মঘ্ন হয়।।

রূপ সরস্বতী তুমি ধরিয়া।

দাও সুবুদ্ধি ঋষি মুনির কল্যাণ করিয়া।।

ধরিয়া নরসিংহ রূপ অম্বা।

প্রকট হও চিরিয়া স্তম্ভা।।

রক্ষা করিয়া প্রহ্লাদকে বাঁচাও।

হিরণ্যাক্ষকে স্বর্গ পাঠাও।।

লক্ষ্মী রূপ ধর জগৎ ভিতরে।

শ্রী নারায়ণ পার্শে বিশ্রাম কররে।।

ক্ষীরসিংধু দাও মন বিলাস।

দয়াসিন্ধু দাও মন অভিলাষ।।

হিংগলাজেতে তুমি ভবানী।

মহিমা অমিত না যায় বখ্যানী।।

মাতংগী ও ধূমাবতি মাতা।

ভুবনেশ্বরী বগলা সুখ দাতা।।

শ্রী ভৈরব তারা জগৎ তারিণী।

ছিন্নমস্তা ভব দুঃখ নিবারিণী।।

সিংহ বাহনে ভবানী শোভা পায়।

লাঙ্গুর বীর আগে চলে যায়।।

করে খপ্পর খড়গ বিরাজে।

যাকে দেখে কাল ভয়ে ভাগে।।

শোভে অস্ত্র ও ত্রিশুভ।

যাতে ওঠে শত্র হিয়শুল।

নগরকোটতে তুমি বিরাজ করে।

ত্রিলোক তোমার ডঙ্কা বাজাওরে । ।

শুম্ভ নিশুম্ভ দানব তুমি মেরেছো ।

রক্তবীজ সংখ্যআ সংহার করেছো । ।

মহিষাসুর নৃপ অতি গর্বিত ।

যার পাপভরে ভূমি ব্যাপিত । ।

রূপ করাল কালীকার ধারণ করলে ।

সৈন্য সমেত তুমি সংহার করলে । ।

পড়েছে কষ্ট সন্তানের ওপর যখন যখন ।

হয়তো সহায় তুমি তখন তখন । ।

অমরপুরী ও বাসব লোক ।

তবে মহিমাচে সব রহে অশোক । ।

জ্বালা তে আছে জ্যোতি তোমারি ।

তোমায় সদা রপবজে নর নারী । ।

প্রেম ভক্তিতে যে যশ গাইবে ।

দুঃখ দারিদ্র নিকটে না আসবে ।

ধ্যান করবে যে মনে এনে ।

জন্ম মরপণ তার চুকে যাবেনে । ।

যোগী সুর মুনি বলে ডাক মেরে ।

যোগ না হয় বিনা শক্তি তোমাররে । ।

শঙ্কর আচার্য তপঃ করলো ।

কম ও ক্রোধ জয় করে নিলো । ।

নিশিদিন ধ্যান করে শঙ্করের ।

কোনও দিন না পুজিলো তোমারের । ।

শক্তি রূপের মর্ম না বুঝলো ।

শক্তি গেলো তখন মনে অনুতপ্ত হলো ।

শরণাগত হয়ে কীর্তি ব্যাখ্যআ করলো ।

জয় জয় জয় জগদম্বা ভবানী বলবো ।

হয়ে প্রসন্ন আদি জগদম্বা ।

দাও শক্তি না করিয়া বিলম্বা । ।

আমায় মাত কষ্ট অতি ঘিরছে ।

তুমি বিনা কে দুঃখ হরণ করবে । ।

 

আরও পড়ুন

রাগের কারণে সম্পর্কে অবনতি হতে পারে এই তারিখের জাতক-জাতিকার, দেখে নিন সংখ্যাতত্ত্বের গণনা

২২ মার্চ ৬ রাশির দাম্পত্য জীবনে প্রচুর সমস্যা বৃদ্ধির আশঙ্কা, দেখে নিন বুধবারের রাশিফল

Sindur Remedies: স্নানের পর চুল শুকিয়ে সিঁদুর পরুন, রাইল সিঁদুর পরার ৬টি বিধান - যা শুভ

Share this article
click me!