গেরুয়া রঙের গুরুত্ব হিন্দু ধর্মে অনেক, জানুন এর পিছনে লুকিয়ে থাকা সত্যটি

হিন্দু ধর্ম অনুযায়ী বিশ্বাস করা হয় গেরুয়া রঙ ত্যাগ আর জ্ঞানের প্রতীর। এটি বীরত্ব, পবিত্রতা আর সেবার প্রতীক। যা হিন্দুদের অন্যতম মৈলিক উপাদান।

Web Desk - ANB | Published : Dec 17, 2022 6:17 PM IST

হিন্দু ধর্মের সঙ্গে জড়িয়ে রয়েছে গেরুয়া রঙ। এটি হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ রঙ গুলির মধ্যে অন্যতম। প্রাচীনকালে ঋষি তপস্যীরা এই রঙের পোশাক পরতেন। হিন্দু ধর্মের প্রচীন বিশ্বাস অনুযায়ী মনে করা হয় এই রঙ মানুষের জীবনে বিশেষ প্রভাব ফেলে। অনেক মন্দিরে এই রঙের পতাকা ব্যবহার করা হয়। হিন্দু ধর্মের অনেক অনুষ্ঠানেও গেরুয়া রঙের ব্যবহারের প্রচলন রয়েছে।

হিন্দু ধর্ম অনুযায়ী বিশ্বাস করা হয় গেরুয়া রঙ ত্যাগ আর জ্ঞানের প্রতীর। এটি বীরত্ব, পবিত্রতা আর সেবার প্রতীক। যা হিন্দুদের অন্যতম মৈলিক উপাদান। শিবাজীর সেনা বাহিনী গেরুয়া রঙের পতাকা ব্যবহার করল। অর্জুনের রথের পাতার রঙও গেরুয়া। আবার রামকৃষ্ণও গেরুয়া বসন পরতেন। গেরুয়া রঙ অন্ধকার দূর করে আলো ছড়িয়ে দেয় বলেও বিশ্বাস করা হয়।

Latest Videos

এটিই রঙ যা ভারতের চিরন্তন, সনাতনী এবং পূর্বজন্মের ধারণাকে প্রতিষ্ঠা করে। তাই এটিকে আমাদের ঋষিরা আমাদের সংস্কৃতির প্রতীক হিসেবে গ্রহণ করেছিলেন। এই রঙটি আমাদের সংস্কৃতি ও ধর্মের চিরন্তনতার প্রতীক হিসেবে বিবেচিত হয়েছে।

হিন্দু ধর্ম অনুযায়ী চারটি মূল রঙ- লাল হলুদ , সবুজ আর নীল। কোনও রঙের শুরু হয় সাদা থেকে। আর রঙের শেষ কালোতে। আর এই ছটি রঙ একে অপরের সঙ্গে মিশে অন্য রঙ তৈরি করে। গেরুয়া রঙের মধ্যে লাল , সাদা আর হলুদের অস্তিত্ব রয়েছে। লাল রঙ বীরের প্রতীক। আর হলুদ সূর্যের প্রতীক। তাই গেরুয়া রঙকে পবিত্র বলে মনে করা হয়। গেরুয়া রঙে সাদার প্রাধান্য বেশি থাকে। তাই এটির সঙ্গে শিবেরও যোগ রয়েছে বলে মনে করা হয়। বজরংবলী বা হলুমানের গেরুয়া রঙ অত্যান্ত প্রিয় ছিল বলেও হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়। তাই হিন্দু ধর্মে গেরুয়া রঙের প্রাধান্য অনেক বেশি।

Share this article
click me!

Latest Videos

'ষড়যন্ত্র করে আমাকে গ্রেফতার করা হয়েছিল' জেল থেকে ছাড়া পেয়েই পাল্টা অভিযোগ Kalatan Dasgupta-র
পুলিশ কমিশনারের নাম কী কুণাল ঘোষ না তৃণমূলের নাম পুলিশ? কলতানের জামিন হতেই প্রশ্ন Minakshi-র
'মমতা কাছে বাংলাকে স্বাধীন ঘোষণার অনুরোধ জসীমউদ্দিনের' আশঙ্কা প্রকাশ করে দেখুন কী বললেন সুকান্ত
‘সমস্যা সমাধান না করলে আরও বড় আন্দোলনে যাবো!’ সাবওয়ের দাবিতে তৃণমূলের তীব্র বিক্ষোভ! | Singur News
অভয়া কাণ্ডের দ্রুত বিচারের দাবি জুনিয়র ডাক্তারদের! স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল