মেষ (Aries)- মেষ রাশির জাতক জাতিকারা সব সময় অ্যাডভেঞ্চার পছন্দ করেন। এরা আকর্ষণীয় উপহার পছন্দ করেন। ক্রীড়ার সরঞ্জাম উপহার দিতে পারেন মেষ রাশির ছেলে মেয়েদের। রাশি চক্রের প্রথম রাশি হল মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এরা তেজস্বী, স্পষ্টবক্তা ও নির্ভীক স্বভাবের হয়ে থাকেন।