লক্ষ্মী পুজোর দিন চালাতে পারেন এই কয়টি গান, তুষ্ট হবেন মা লক্ষ্মী

মেনে চলুন বিশেষ টিপস। লক্ষ্মী পুজোর দিন চালাতে পারেন এই কয়টি গান। এই সকল গানে তুষ্ট হবেন মা লক্ষ্মী। রইল কয়টি গানের কথা।

দুর্গাপুজোর পরই ঘরে ঘরে পুজিত হন মা লক্ষ্মী। রাত পোহালেই লক্ষ্মীর পুজো। গোটা দিন জুড়ে পুজিত হবেন মা লক্ষ্মী। এবছর পূর্ণিমা পড়ছে শুক্রবার রাতে। সাধারণ সন্ধ্যার সময় অনুষ্ঠিত হয় কোজাগরী লক্ষ্মী পুজো। বিশেষ রীতি মেনে পুজিত হন মা লক্ষ্মী। প্রতি বছর সকলেই নানান সতর্কতার সঙ্গে পুজোর আয়োজন করেন। মা লক্ষ্মীকে তুষ্ট করতে চলে নানান প্রস্তুতি। এবার মেনে চলুন বিশেষ টিপস। লক্ষ্মী পুজোর দিন চালাতে পারেন এই কয়টি গান। এই সকল গানে তুষ্ট হবেন মা লক্ষ্মী। রইল কয়টি গানের কথা।

এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। - এই গানটি বেশ খ্যাত। পুজোর দিন চালাতে পারেন এই গান।

Latest Videos

লক্ষ্মীর পাঁচালী চালান। নেট ঘাঁটলে জানতে পেয়ে যাবেন এমন ভিডিও। লক্ষ্মীর পাঁচালী চালিয়ে দিন এই দিন। এতে মা তুষ্ট হবেন।

মা লক্ষ্মী এলো ঘরে, উলু দে প্রদীপ জ্বেলে- এই গানটিও চালাতে পারেন। এতে মা তুষ্ট হন।

প্রদীপ জ্বালাই শঙ্খ বাজাই- এই গান বাজালে বাড়ির পরিবেশ বদলে যাবে।

লক্ষ্মী বন্দনা এলো আমার- এই গানও এই অনুষ্ঠানের জন্য সেরা গান। এই গান শুনে তুষ্ট হবেন দেবী।

শাঁখ বাজে উলুর ধ্বনি বাজে রে- এই গান চালাতে পারেন এই পুজোর দিন।

শোনো শোনো তোমরা শোনো গো- এই গান চালান মা লক্ষ্মী পুজোর দিন।

আমাদের লক্ষ্মী প্রতিমা এসেছে এবং জয় জয় মা লক্ষ্মীদয়া করো গো গানও চালাতে পারেন। এতে তুষ্ট হবেন মা লক্ষ্মী।

 

আরও খবর পেতে চোখ রাখুন আমাদের হোয়াটস অ্যাপ চ্যানেলে: https://whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D

 

আরও পড়ুন

জেনে নিন বিবাহিত মেয়েরা কেন শাঁখা পরেন, রইল এর নেপথ্যে থাকা কাহিনির হদিশ

সেরা প্রেমিকের তকমা পান এই পাঁচ রাশির ছেলেরা, সঙ্গীর জন্য সকল কঠিন পরিস্থিতির সম্মুখীন হন এরা

দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে শুক্রবার দিনটি, রইল জ্যোতিষ গণনা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Bangladesh-এ এবার চিন্ময় কৃষ্ণ দাসের ভক্তদের উপর আক্রমণ, গর্জে উঠে যা বললেন Suvendu Adhikari
গ্ল্যামারাস লুকে ঘুম উড়ালেন Sushmita Sen! #shorts #shortsfeed #bollywood #shortsviral #shortsvideo
'Firhad Hakim ও Kalyan Banerjee কে ফের একবার তীব্র আক্রমণ Humayun Kabir-এর, দেখুন কী বললেন
Mamata Banerjee Live: নৈহাটির বড়মা'র দরবারে মমতা, দেখুন সরাসরি
'আমরা কিন্তু চুপ করে বসে থাকব না Yunus' চিন্ময় প্রভুর গ্রেফতারিতে চরম হুঁশিয়ারি Agnimitra-র