দেখে নিন শুক্রবার দিনটি কার জন্য হতে চলেছে শুভ, কার নয়, রইল আজকের রাশিফল

Published : Feb 24, 2023, 10:20 AM IST

রাশিফল মানুষের ভবিষ্যতের কথা বলে। দেখে নিন আজ কার দিন কেমন কাটবে। কে সম্মুখীন হবেন নানা সমস্যার। দেখে নিন আজ কার ভাগ্য দেবে সঙ্গ। রইল বিস্তারিত তথ্য।

PREV
112

মেষ রাশি
চাকরিতে পদোন্নতি হতে পারে। আজ কাজের দায়িত্ব বাড়বে। প্রেম জীবনের জন্য দিনটি অনুকূল। আজ আপনি বিশেষ কারও সঙ্গে পার্টি করতে পারেন। নতুন কোনও মানুষের সঙ্গে সাক্ষত হবে। দিনটি প্রেমের ক্ষেত্রে অনুকূল। আজ ব্যক্তিগত জীবন ও কাজের মধ্যে ভারসাম্য বজায় থাকবে।  

212

বৃষ রাশি 
বিবাহিত জীবন স্বাভাবিক থাকবে। প্রেম নিয়ে উদ্বিগ্ন থাকতে পারেন। আবেগ রাখুন নিয়ন্ত্রণে। পরিবারে শান্তি বজায় থাকবে। চাকরিতে পদোন্নতির সুযোগ আসবে। ভ্রমণের সম্ভাবনা আছে। সন্তানের থেকে ভালো খবর পেতে পারেন।  
 

312

মিথুন রাশি 
ধৈর্যের সঙ্গে যে কোনও কাজ করলে মিলবে উপকার। সন্তানের স্বাস্থ্যের যত্ন নিন। ব্যবসায় আজ উন্নতি ঘটবে। আজ কারও থেকে অর্থ পেতে পারেন। আজ যে কোনও কাজে বন্ধুদের সাহায্য পেতে পারেন।

412

কর্কট রাশি

আজ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। পুরনো জিনিস থেকে বেরিয়ে এগিয়ে চলুন। জীবনে আসা নতুন পরিবর্তন গ্রহণ করুন। তা না হলে পরে সমস্যায় পড়তে পারেন। আজ সব কাজে সফলতা আসবে।

512

সিংহ রাশি 
ব্যবসায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিন। আজ আয় নিশ্চত হবে। আপনি চাকরির ক্ষেত্রে আজকের দিনটি কঠিন। নানা কাজে আসতে পারে বাধা। আজ প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। সতর্ক থাকুন গোটা দিন। 
 

612

কন্যা রাশি 
ব্যবসায় উন্নতি ঘটবে। গুরুজনের সহযোগীতা পাবেন আজ। ধৈর্য্যের অভাব হতে পারে। মিষ্টি খাবার প্রতি ঝোঁক বাড়বে। স্বাস্থ্যে নিয়ে যত্ন নিতে পারেন। পরিবারের বিবাদ হতে পারে। নেতিবাচক চিন্তাকে আপনার ওপর প্রভাব ফেলতে দেবেন না। 
 

712

তুলা রাশি
ধর্মীয় কাজে আগ্রহ পাবেন। ধর্মীয় কাজের ব্যয় বাড়বে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আজ। ধর্মের প্রতি ভক্তি বাড়তে পারে। মন শান্ত রাখুন। চাকরিতে দায়িত্ব বাড়বে আজ। ব্যবসা করার পরিকল্পনা থাকলে সে কাজে হাত দিতে পারেন।
 

812

বৃশ্চিক রাশি
ধর্মীয় স্থানে যেতে পারেন। ধর্মীয় কাজে আগ্রহ পাবেন। বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে। চাকরিতে পরিবর্তন হতে পারে। আয় বাড়বে। পরিবারের সমর্থন পাবেন। আজ অর্থিনৈতিক অবস্থা হবে উন্নত।

912

ধনু রাশি 
ধৈর্য ধরে যে কোনও কাজ করুন। ধৈর্যের অভাবে বিপদে পড়তে পারেন। রাগ নিয়ন্ত্রণে রাখুন। কারও সঙ্গে আজ বিবাদ করবেন না। পরিবারের সঙ্গে মতভেদ হতে পারে। ভাইদের সহযোগিতা পাবেন। 
 

1012

মকর রাশি
পরিবারের সঙ্গে ধর্মীয় স্থানে যেতে পারেন। স্ত্রী স্বাস্থ্যের যত্ন নিন। ব্যবসায় অসুবিধা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে পরিশ্রম বাড়বে। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। 

 

1112

কুম্ভ রাশি
আজ রাগ ও বিতর্ক এড়িয়ে চলুন। সন্তানের সুখ বাড়বে। জীবনসঙ্গীর স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। খরচ বেশি হবে। মায়ের কাছ থেকে টাকা পেতে পারেন। চাকরিতে উন্নতির যোগ আছে।

1212

মীন রাশি 
নিজের রুটিনে পরিবর্তন আনুন। মিলবে উপকার। যে কোনও সমস্যা দূর হবে। আজ সতর্ক থাকুন। ভ্রমণে গিয়ে সময় ভালো কাটতে পারে। আজ অধিক অর্থ ব্য়য় হতে পারে।

click me!

Recommended Stories