বসন্ত পূর্ণিমা থেকে শীতলা অষ্টমী- গোটা মার্চ মাস জুড়ে রয়েছে একাধিক উৎসব, দেখে নিন এক নজরে

মার্চে যেমন পালিত হবে বসন্ত উৎসব। তেমনই মার্চেই পালিত হবে রোহিণী ব্রত। দেখে নিন উৎসবের তালিকা। কোন দিন পালন করবেন কী উৎসব।

গোটা মার্চ মাস জুড়ে রয়েছে নানান উৎসব। শুধু বাঙালিদের নয় বরং সব ধর্মের মানুষেরা গোটা মার্চ জুড়ে পালন করবেন একাধিক উৎসব। এই তালিকায় যেমন আছে বসন্ত উৎসব। তেমনই মার্চেই পালিত হবে রোহিণী ব্রত। দেখে নিন উৎসবের তালিকা। কোন দিন পালন করবেন কী উৎসব।

৪ মার্চ, ২০২৩: শনি ত্রয়োদশী ও প্রদোষ ব্রত অনুষ্ঠিত হবে।

Latest Videos

৬ মার্চ, ২০২৩: মাসি মাগাম, ফাল্গুন চৌমাসী চৌদস পলিত হবে।

৭ মার্চ, ২০২৩: ছোট হোলি, দোল পূর্ণিমা, হোলিকা দহন, বসন্ত পূর্ণিমা, লক্ষ্মী জয়ন্তী, আট্টুকাল পোঙ্গল, ফাল্গুন অষ্টহ্নিক সমাপ্তি, ফাল্গুনি পূর্ণিমা ব্রত, ফাল্গুন পূর্ণিমা, আনভাধন, সাবর্ণী মনবাদী – র মতো একাধিক উৎসব আছে।

৮ মার্চ, ২০২৩: চৈত্র শুরু, হোলি উৎসব, আন্তর্জাতিক নারী দিবস, ইশতি- পালিত হবে।

৯ মার্চ, ২০২৩: হোলি ভাউ দুজ, ভ্রাত্রী দ্বিতীয়া- অনুষ্ঠিত হবে।

১০ মার্চ, ২০২৩: ছত্রপতি শিবাজী মহারাজ জয়ন্তী পালিত হবে।

১১ মার্চ, ২০২৩: ভালচন্দ্র সংকস্তী চতুর্থী পালিত হবে এই দিন।

১২ মার্চ, ২০২৩: রাঙা পঞ্চমী- পড়েছে এই দিনে।

১৪ মার্চ, ২০২৩: শীতলা সপ্তমী, কালাষ্টমী, মাসিক কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হবে।

১৫ মার্চ, ২০২৩: শীতলা অষ্টমী, বাসোদা, মীনা সংক্রান্তি, কারাদাইয়ান নম্বু, বর্ষিতপা আরম্ভ এই দিন।

১৮ মার্চ, ২০২৩: পাপমোচনি একাদশী পালিত হবে।

১৯ মার্চ, ২০২৩: প্রদোষ ব্রত পালিত হবে এই দিন।

২০ মার্চ, ২০২৩: মাসিক শিবরাত্রি পালিত হবে।

২১ মার্চ, ২০২৩: ভার্নাল ইকুইনক্স, চৈত্র অমাবস্যা, দর্শ অমাবস্যা, অনবধান পালিত হবে।

২২ মার্চ, ২০২৩: উগাদি, গুড়ি পাদওয়া, চৈত্র নবরাত্রি, ঝুলেলাল জয়ন্তী, চন্দ্র দর্শনা, ইশতি- পালিত হবে।

২৩ মার্চ, ২০২৩: শহীদ দিবস পালিত হবে।

২৪ মার্চ, ২০২৩: মৎস্য জয়ন্তী, গৌরী পূজা, গাঙ্গৌর, স্বয়ম্ভুব মানবদী পালিত হবে এই দিন।

২৫ মার্চ, ২০২৩: লক্ষ্মী পঞ্চমী, মাসিক কার্থিগাই, বিনায়ক চতুর্থী পালিত হবে।

২৬ মার্চ, ২০২৩: স্কন্দ ষষ্ঠী পালিত হবে এই দিন।

২৭ মার্চ, ২০২৩: যমুনা ছট, রোহিণী ব্রত অনুষ্ঠীত হবে।

২৮ মার্চ, ২০২৩: চৈত্র নবপদ অলি শুরু হবে এই দিন থেকে।

২৯ মার্চ, ২০২৩: মাসিক দুর্গাস্থমী পালিত হবে এই দিন।

৩০ মার্চ, ২০২৩: রামা নবমী, স্বামীনারায়ণ জয়ন্তী, তারা জয়ন্তী পালিত হবে মাস শেষ দিনে।

 

আরও পড়ুন

সিংহ রাশির মার্চ মাস খুব সতর্কতার সঙ্গে কাজ করতে হবে, জেনে নিন কেমন কাটবে এই মাস

কোনও ছোট বিষয় নিয়ে ভাইদের সঙ্গে মতবিরোধ হবে এই তারিখের জাতক জাতিকার, রইল সংখ্যাতত্ত্বের গণনা

শনিবার ৬ রাশির সব কাজ সহজে সম্পন্ন হবে, দেখে নিন ১২ রাশির আজকের রাশিফল

 

Share this article
click me!

Latest Videos

'উনি চক্রান্তের বড় শিকার' নেতাজির জন্মদিনে এ কী বললেন মমতা? Mamata on Netaji
রাগের মাথায় এ কী করে বসলো স্বামী! দেখলে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Nadia-এ | North 4 Parganas News Today
সুকান্ত মজুমদারকে বিজেপির নবজাতক আখ্যা কুণালের, পাল্টা দিয়ে যা বললেন সুকান্ত : Sukanta on Kunal
নেতাজির 'মৃত্যুদিন' ঘোষণা রাহুলের, ক্ষোভ উগরে একহাত নিলেন সুকান্ত মজুমদার | Sukanta on Rahul
ED Raid Today: Kolkata-র একাধিক স্থানে ফের ED-র অভিযান! Salt Lake-এ হাজির বিশাল ইডির দল | Kolkata