মিথুন রাশি-
গণেশ বলেছেন, আজ আপনার কর্মক্ষেত্রে ও পরিবারের মধ্যে ভারসাম্য বজায় থাকবে। গত কয়েকদিন ধরে চলতে থাকা সমস্যআ মিটে যাবে। গত কয়েকদিন ধরে সঙ্গীর প্রতি বেশি মন দিয়ে হয়েছে। কিন্তু, আজ আর তা করতে হবে না। আজ প্রেম ও কাজ সব কিছু ভালো ভাবে সামলে চলতে পারবেন। শুভ রং হলুদ। আপনার লাকি নম্বর ৫।