সংখ্যা ১ ( যে কোনও মাসে ১,১০,১৯ এবং ২৮ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ১-র জাতক জাতিকা আজ উদ্যমী ও ইতিবাচক বোধ করবেন। এই সময় আপনার কথাবার্তায় আনুন দৃঢ়তা। আজ অপ্রয়োজনীয় বিবাদ থেকে দূরে থাকুন। রাগ রাখুন নিয়ন্ত্রণে।
সংখ্যা ২ ( যে কোনও মাসে ২,১১,২০ এবং ২৯ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ২-র জাতক জাতিকারা উৎসাহ বোধ করবেন। আজ সম্মান লাভ করবেন। আজ আর্থিক উন্নতি লাভ করবেন। পেটের ব্যপারে সতর্ক হন।