সংখ্যা ১ ( যে কোনও মাসে ১,১০,১৯ এবং ২৮ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ১-র জাতক জাতিকা, আজ উদ্যমী ও ইতিবাচক বোধ করবেন। আজ উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে। আজ বিনয়ী ভাবে কথা বলুন।
সংখ্যা ২ ( যে কোনও মাসে ২,১১,২০ এবং ২৯ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ২-র জাতক জাতিকাদের দিন মিশ্র ভাবে কাটবে। আর্থিক লাভ ববে। আজ পারিবারিক সুখ বজায় থাকবে। ভাইদের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে। সব কাজে বন্ধুর সহযোগিতা পাবেন।