গবেষকরা জানিয়েছেন, রাতের আকাশে গ্রহগুলো একটি সরলরেখায় সাজানো থাকবে। তবে জেনে রাখুন খালি চোখেই দেখা যাবে শুধুমাত্র বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি-কে । তবে ইউরেনাস ও নেপচুন দেখতে গেলে লাগবে দূরবীন বা টেলিস্কোপ।
মহাকুম্ভ শেষ হওয়ার আগেই এক অদ্ভুত দৃশ্য দেখা যাবে আকাশে। একটি বিরল মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে, যা দেখার অপেক্ষা রয়েছেন পৃথিবীবাসী। আকাশে সাতটি গ্রহ একসঙ্গে দেখা যাবে। জানেন কবে কোন দিনে দেখা মিলবে এই মহাজাগতিক দৃশ্য। ফের কবে আবার দেখা মিলবে এই ঘটনা। জেনে নিন এই প্রতিবেদন থেকে..
গত ১৩ জানুয়ারি থেকে মহাকুম্ভ মেলা শুরু হয়েছে। মিলিয়ে কোটি কোটি মানুষ পুণ্য লাভের আশা নিয়ে স্নান সেরেছেন প্রয়াগরাজের সঙ্গমস্থলে । মহাকুম্ভ মেলার শেষের দিকে এই বছরেই একটি বিরল মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে আকাশজুড়ে। গবেষকরা জানিয়েছেন, একসঙ্গে দেখা যাবে সূর্যমণ্ডলের সাতটি গ্রহকে। ভারতের আকাশে দেখা মিলবে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন গ্রহগুলিকে। জ্যোতিষিরা তো বটেই অনেকেই বিশ্বাস করেন, এমন ঘটনার সময় বিশেষ বিশেষ রাশির জাতক জাতিকাদের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়।
বহু পুণার্থী মনে করেন, এই সময়ে মহাকুম্ভে স্নান করলে মোক্ষলাভ ঘটে। তাদের বিশ্বাস মহাকুম্ভের সময় নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মহাজাগতিক ঘটনাগুলোর। অনেক পুণার্থী বলে থাকেন, উৎসবের তারিখ নির্ধারিত হয় বিশেষ করে বৃহস্পতি গ্রহের অবস্থানের ওপর ভিত্তি করে ।জানা গিয়েছে, এবারের মহাজাগতিক দৃশ্য চলতি বছরের জানুয়ারিতে সূচনা হয়েছিল । যখন দৃশ্যমান হয় শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন । ফেব্রুয়ারিতে বুধ এই তালিকায় যুক্ত হয় । আর এই মহাজাগতিক ঘটনা তার শীর্ষে পৌঁছাবে ২৮ ফেব্রুয়ারি। যখন আকাশে দেখা মিলবে সাতটি গ্রহ একসঙ্গে সূর্যের একপাশে থাকবে।
মহাকাশের একটি নির্দিষ্ট কক্ষপথে থাকবে এই গ্রহগুলোর অবস্থান । যাকে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘এক্লিপটিক’ । গবেষকরা জানিয়েছেন, রাতের আকাশে গ্রহগুলো একটি সরলরেখায় সাজানো থাকবে। তবে জেনে রাখুন খালি চোখেই দেখা যাবে শুধুমাত্র বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি-কে । তবে ইউরেনাস ও নেপচুন দেখতে গেলে লাগবে দূরবীন বা টেলিস্কোপ। এই গ্রহগুলোকে স্পষ্ট দেখা যাবে সন্ধ্যার ঠিক পর অথবা ভোরের আগের সময় ।জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, আবার ছয়টি গ্রহকে একসঙ্গে দেখা যাবে ২০২৫ সালের আগস্ট মাসের মাঝামাঝি সময়ে ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।