underwear Theft: বাড়ি, হস্টেল থেকে তাঁদের অন্তর্বাস চুরি হয়ে যাচ্ছে। চোর শুধুমাত্র মেয়েদের অন্তর্বাস নিয়ে পালিয়ে যাচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। মহিলা বাসিন্দারা অনেকদিন ধরেই লক্ষ্য করছেন তাদের অন্তর্বাস ঘন ঘন উধাও হয়ে যাচ্ছে।
Theft incident in Hooghly: দোকানের সামনে নোংরা পরিস্কার করতে ঝাটা হাতে বের হন বৃদ্ধ। বাইরে যেতেই দেখেন তার একটা জুতো নেই। দোকানের সামনে খুলে রাখা তাঁর এক পাটি জুতো না থাকায় তিনি আশপাশে খুঁজতে থাকেন। ফাঁকা দোকানে সে সময় আসে সেই বয়স্ক লোকটি ।
holi 2025: রাস্তার কুকুরদের গায়ে রং লাগলে তারা কিন্তু মানুষের মতো নিজেদের গা থেকে রং তুলতে পারে না। জিভ দিয়ে রং চাটতে গিয়ে তাদের শরীরে রংয়ে থাকা ক্ষতিকর রাসায়নিক পদার্থ ঢুকে যাওয়ায় কুরুররা অসুস্থ হয়ে পড়ে।” জল অপচয় রোধেও সচেতনতার বার্তা দেয় তারা।
Smart classroom: খুদে পড়ুয়াদের মধ্যে আকতর্ষণ বাড়াতে শিক্ষামূলক অনুষ্ঠান দেখানো হবে টিভিতে। ক্লাসে থাকবে আধুনিক ডিসপ্লে বোর্ড। পড়ার একঘেয়েমি কাটাতে খুদে পড়ুয়াদের জন্য থাকবে নানা খেলার সামগ্রী। খাবারের তালিকা লেখা থাকবে দেওয়ালে।
Marriage Trouble: সিঁদুর দানের পর পাত্রীর এমন সিদ্ধান্তে দুই পরিবারের মধ্যে অশান্তি শুরু হতেই ঘটনাস্থলে আসে পুলিশ। পাত্রীকে সকলে বোঝানোর চেষ্টা করার পরও কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় থাকেন পাত্রী। বর্তমানে তাঁদের বিচ্ছেদের প্রক্রিয়া চলছে।
Kolkata news: অভিযোগ, 'বাকিতে' বিরিয়ানি না দিতে চাওয়ায় প্রথমে হুমকি দিলেও পরে দোকান ভাঙচুর করেন ওই স্থানীয় তৃণমূল কর্মী। এখানেই থামেননি ওই তৃণমূল কর্মী। দোকানের মালিক রূপম বিশ্বাসকে উইকেট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেন ।
Birbhum Incident: অভিযোগ, এলাকার মহিলারা তিনজনকে ঝাঁটাপেটা করেন। লাঠি দিয়েও মারধর করা হয়। ঋণ (loan) নেওয়া টাকা পরিশোধ করা হয়েছে আগেই। কিন্তু ওই সংস্থার তরফে দাবি করা হচ্ছে, টাকা শোধ হয়নি। কেন এমনটা করা হল?
Gold theft case:দোকানের ভিড় থাকার সুযোগে শাশুড়ি কল্যাণী গড়ায় বেশ কিছু সোনার নাকের জুতোর নিচে এবং মুখের ভিতর ভরে রেখে দেয় বলে অভিযোগ। যখন সোনাগুলি দেখতে চাওয়া হয় তখন তিনি বলেন সবটাই তো দিয়ে দিয়েছেন তাদের। তারপরেই দোকানদারের সন্দেহ হয়।
North Bengal incident: সরকারি বাসে এই আগুন লাগার ঘটনা ঘিরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ ভয়ে ওই বাস থেকে কয়েকজন লাফিয়ে নেমে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসের সামনের অংশটি পুড়ে যাওয়ার পাশাপাশি ভেতরের একাংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।
লক্ষ্মীর ভান্ডারের টাকা থেকেও কাটমানি খাওয়ার অভিযোগ উঠলো স্থানীয় এক ব্যবসায়ীর বিরুদ্ধে। লক্ষ্মীর ভান্ডারের এক হাজার টাকা অনলাইনে অ্যাকাউন্ট থেকে তুলতে গেলে প্রতিবারই ঐ ব্যবসায়ী ৩০০ টাকা করে কেটে নেন বলে অভিযোগ আকলিমা গাজী নামে ঐ মহিলার।