চার দিন পর শনির গতিতে নতুন মোড়, ভাগ্য খুলবে পাঁচ রাশির, মুক্তি পাবেন আর্থিক জটিলতা থেকে

Published : Aug 14, 2025, 10:37 AM IST

১৮ অগাস্ট শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করছে। এই গোচর তুলা, বৃষ, কর্কট, মকর ও কুম্ভ রাশির জন্য শুভ। কর্মজীবনে উন্নতি, আর্থিক লাভ এবং সামাজিক সম্মান বৃদ্ধি পাবে।

PREV
15

১৮ অগাস্ট সকাল ১০টা ৫০ মিনিটে শনি দেব মীন রাশিতে থাকাকালীন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রথম ধরে প্রবেশ করবে। শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি। ধৈর্য, আধ্যাত্মিকতা এবং স্থিতিশীলতার প্রতীক। শনির এই গোচর কঠোর পরিশ্রমী ব্যক্তিদের জন্য নিয়ে আসতে চলেছে শুভ ফল। এই সময় কয়েক রাশির কেরিয়ারে হবে উন্নতি। বাড়বে সম্পদ। তেমনই স্বাস্থ্য ও সম্পর্কের জন্যও শুভ সময়। দেখে নিন তালিকায় কে কে।

25

তুলা রাশি

শাস্ত্র মতে, শনির গোচর তুলা রাশির জাতর জাতিকারে জীবনে আনবে শুভ ফল। এই সময় স্বাস্থ্য ও আর্থিক স্থিতিশীলতা হবে উন্নত। তেমনই স্বাস্থ্য সমস্যা হ্রাস পাবে। কঠোর পরিশ্রম কাজে আনবে সাফল্য।

বৃষ রাশি

শাস্ত্রে মতে, বৃষরাশির জাতকদের জন্য শুভ সময় শুরু হচ্ছে। এই সময় কর্মজীবন ও সামাজিক জীবনে আসবে নতুন সুযোগ। সামাজিক সম্মান বাড়বে। তেমনই বাড়বে আয়। আয়ের নতুন পথ খুঁজে পেতে পারেন।

35

কর্কট রাশি

জ্যোতিষ শাস্ত্র মতে, শনির গোচর কর্কট রাশির জন্য শুভ। এই সময় আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে। তেমনই ভাগ্যের জোড়ে নতুন সুবিধা পেতে পারেন। বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। সঙ্গে আধ্যাত্মিক কাজে আসবে সাফল্য।

45

মকর রাশি

এই সময় মকর রাশির জীবনে আসতে চলছে শুভ সময়। কর্মজীবনে হবে উন্নতি। সেই সঙ্গে ভাই-বোনদের সঙ্গে সম্পর্ক হবে উন্নত। এই সময় চাকরিতে হবে পদোন্নতি। তেমনই নতুন দায়িত্ব হাতে আসতে পারে।

কুম্ভ রাশি

শাস্ত্র মতে, শনির এই গোচর কুম্ভ রাশির জাতকদের জন্য সম্পদ ও সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি করবে। বিনিয়োগ, সঞ্জয় এবং সম্পত্তি সম্পর্কিত বিষয় লাভ হবে।

55

শাস্ত্র মতে, শনি গ্রহকে কর্মফলদাতা গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। এটি ন্যায় বিচার এবং কর্মফলের কারক। শনির দশার সময়কালে ব্যক্তি তার কর্মফল অনুসারে শুভ বা অশুভ ফল পায়। শনির প্রভাবে আর্থিক সমস্যা হতে পারে। দেনা বাড়তে পারে। অপ্রত্যাশিত খরচ হতে পারে। তেমনই ব্যক্তিগত জীবনে আসতে পারে পরিবর্তন। দাম্পত্য জীবনে দেখা দিতে পারে সমস্যা। শারীরিক সমস্যায় ভুগতে পারেন। ঠিক তেমনই শনিদেবের কৃপা মিললে সব কাজে পাবেন সাফল্য।

Read more Photos on
click me!

Recommended Stories