তুলা রাশি
শাস্ত্র মতে, শনির গোচর তুলা রাশির জাতর জাতিকারে জীবনে আনবে শুভ ফল। এই সময় স্বাস্থ্য ও আর্থিক স্থিতিশীলতা হবে উন্নত। তেমনই স্বাস্থ্য সমস্যা হ্রাস পাবে। কঠোর পরিশ্রম কাজে আনবে সাফল্য।
বৃষ রাশি
শাস্ত্রে মতে, বৃষরাশির জাতকদের জন্য শুভ সময় শুরু হচ্ছে। এই সময় কর্মজীবন ও সামাজিক জীবনে আসবে নতুন সুযোগ। সামাজিক সম্মান বাড়বে। তেমনই বাড়বে আয়। আয়ের নতুন পথ খুঁজে পেতে পারেন।