Astro Tips: শনির মহাদশায় জীবন ছারখার হতে পারে, জানুন কী কী করবেন আর করবেন না
হিন্দু জ্যোতিষমত প্রত্যেক গ্রহের মত শনিরও মহাদশা চলে। আসুন আজ দেখেনি সূর্যের মহাদশার কী কী প্রভাব পড়ে আর তার থেকে বেরিয়ে আসার কী কী উপায় রয়েছে।
Web Desk - ANB | Published : Feb 24, 2023 8:22 PM / Updated: Feb 24 2023, 08:27 PM IST
শনিগ্রহ
জ্যোতিষ শাস্ত্র মতে শনি গ্রহ একটি অত্যান্ত গুরুত্বপূর্ণ গ্রহ। যে যেমন কাজ করে তাকে তেমনই ফল প্রদান করে শনি দেবতা শনির তির্যক দৃষ্টিতে জীবন ধ্বংস হয়ে যেতে পারে।
শনির প্রভাবে
যেসব জাতক আর জাতিকার ওপর শনির প্রভাব রয়েছে তারা জীবনে কোনও বাধার সম্মুখীন হয় না। যাদের জীবনে শনির কুনজর রয়েছে তারা বাধার সম্মুখীন হয়। হওয়া কাজও পণ্ড হয়ে যায়।
শনির প্রভাব
জন্মছকে শনি গ্রহের অবস্থানের ওপরেই নির্ভর করে কোনও ব্যক্তির জীবনে কেমন হবে শনির প্রভাব।
শনির মহাদশা চলে ১৯ বছর
প্রতিটি মানুষের জীবনে শনির মহাদশার প্রভাব রয়েছে। কারও কম কারও াবার বেশি। শনির মহাদশার প্রভাব অর্থনৈতিক অবস্থা. চাকরি, ব্যবস্থা, স্বাস্থ্য, সম্পর্কের ওপর পড়তে পারে। শনির মহাদশা চলে ১৯ বছর ধরে।
কোষ্ঠীতে শনির অবস্থান
কোনও জাতকের কোষ্ঠীতে শনির অবস্থানের ওপরই নির্ভর করে সেই ব্যক্তির জীবনে সুখ আর সমৃদ্ধি। শনির অবস্থান শক্তিশালী হলে কোনও ব্যক্তি বা মহিলা প্রচুর অর্থের মালিক হতে পারে। সম্মান আর প্রতিপত্তিও বেড়ে যায়।
জন্মছকে শনির অবস্থান
জন্মছক বা কোষ্ঠীতে যদি শনির অবস্থান খারাপ বা দুর্বল গয় তাহলে বিরাট আর্থিক সংকটে পড়তে হতে পারে। ক্ষতির মুখে পড়ে সেই ব্যক্তি। শরীর খারাপ হয় কাজে বাধা তৈরি হয়। হওয়া কাজও পণ্ড হয়ে যায়। আর শনির মহাদাশের কারণে জীবন ছারখার হয়ে যেতে পারে।
শনির প্রভাব শরীরের ওপর
শনির প্রভাবের কারণে কোনও ব্যক্তি বা মহিলার স্বাস্থ্যের ওপরেও পড়ে। শনির প্রভাবে স্বাস্থ্য ভাল বা খারাপ হতে পারে।
শনির মহাদশা থেকে শুভফল
কোষ্ঠীতে শনির মহাদশা চলে তাহলে তা কাটিয়ে ওঠা খুবই জরুরি। কিন্তু মনে রাখতে হবে শনিদেবতা খুবই ক্রদ্ধ হয়ে যান। তার কোপে পড়লে সমস্যা আরও বাড়ে।
করবেন না
শনির মহাদশা চলতে বিশেষজ্ঞের কথা থাকা নীলা পরবেন বা। কারও সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। নেশা থেকে দূরে থাকুন। বয়স্ক মহিলাদের অপমান করবেন না। শনির মহাদশা চলকালীন স্বাস্থ্যের দিকে নজর দিন।
করতে হবে
শনির মহাদশা চলাকানীন প্রতিদিন অবশ্যই বট আর অশ্বত্থ গাছের গোড়ায় জন দিন। একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দিন। তিন বার গাছ প্রদক্ষিণ করুন। দরিদ্রকে নিজের সাধ্য অনুযায়ী দান করুন। শনি চাল্লিশা পাঠ করুন। দরিদ্র ব্যক্তিকে অন্ন দান করুন।