শাস্ত্র মতে, নতুন বছরে সোনা-রুপো সহ বিভিন্ন ধাতুর পাত্রে পদার্পন করেন গ্রহরাজ শনিদেব। শাস্ত্র মতে, তামার পাত্রে পা রাখবে শনি। এই পরিবর্তন অনেক রাশির জাতকদের জীবনে আশীর্বাদ বয়ে আনবে। আবার কারও আর্থিক অবস্থা হবে উন্নত। দেখে নিন এতে ভাগ্য খুলবে কোন কোন রাশির।