শাস্ত্র মতে, কর্মফলদাতা শনিদেব কয়েকটি রাশির ওপর সর্বদা তাঁর কৃপাদৃষ্টি বজায় রাখেন। এই তালিকায় রয়েছে বৃষ, কর্কট, তুলা, মকর এবং কুম্ভ রাশি। শনির কৃপায় এই রাশির জাতকরা জীবনে ধৈর্য, কঠোর পরিশ্রমের ফল, সুখ ও শান্তি লাভ করেন এবং সকল বাধা কাটিয়ে ওঠেন।
হিন্দু শাস্ত্রে রয়েছে একাধিক দেব-দেবীর কথা, উল্লেখ আছে একাধিক গ্রহ নক্ষত্রের কথাও। ফলদাতা গ্রহ শনি সর্বদা সত্য মানুষের কৃপা লাভ করে। যারা ভালো কাজ করে তাদের পিছনে শনি সর্বদা থাকেন। শনি দেব সকলকে তাদের কর্মের ফল দেন। শাস্ত্র মতে, শনি সবচেয়ে ধীর গতির গ্রহ, তাই এক রাশি থেকে অন্য রাশিতে গমন করতে শনির প্রায় আড়াই বছর সময় লাগে।
বৃষ রাশি
এই রাশির জাতকদের ভাগ্যের অধিপতি গ্রহ হল শনি। এই রাশির জাতকদের চিন্তা করার দরকার নেই। শনি আপনার জীবনে সুখ ও শান্তি নিয়ে আসে। শনি দেবের কৃপায় এই রাশির জাতক ধৈর্য ও কঠোর পরিশ্রমের তো গুণ থাকে এদের মধ্যে। শনির কৃপায় এদের জীবনে হবে উন্নতি।
কর্কট রাশি
শনি দেবের কৃপা সব সময় থাকে কর্কট রাশির ওপর। এদের বিবাহিত জীবন সুখের হয়। এদের জীবনে প্রতিটি পর্যায় আপনি আপনার সঙ্গীর কাছ থেকে ভালো খবর পেতে পারেন।
তুলা রাশি
শনিদেবের প্রিয় রাশি হল তুলা। এই রাশির জাতকরা সর্বদা শনির কৃপা পেয়ে থাকেন। সমাজে সম্মান পান এরা। এই রাশির জাতকরা কাজের ক্ষেত্রে কখনও অলস হন না। শিক্ষার ক্ষেত্রেও এই জাতকরা এগিয়ে থাকেন।
মকর রাশি
মকর রাশির জাতক জাতিকাদের ওপর শনিদেবের বিশেষ আশীর্বাদ থাকে। শনির কৃপায় এই রাশির জাতক-জাতিকারা অসুবিধা কাটিয়ে ওঠেন। তারা বস্তুগত সুখ ও শান্তি পান। আপনি যে কাজে হাত দেন তাতে আসবে সাফল্য। জীবনে অনেক সমস্যার সম্মুখীন হলেও, এই রাশির জাতকরা সেগুলো কাটিয়ে উঠতে পারেন।
কুম্ভ রাশি
কুম্ভ হল শনি রাশি অধিপতি। এই রাশির জাতকদের ওপর সর্বদা শনির কৃপা থাকে। এরা জীবনের সকল বাধা দূর করতে পারেন। এরা ভবিষ্যত নিয়ে বেশি চিন্তিত থাকেন। আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন এরা। এই রাশির জাতকরা খুব বেশি ব্যয়বহুল নন। এদের জীবনে সব দিক থেকে আসে সাফল্য।
