নভেম্বরের শুরু কাটবে কঠিন ভাবে, বিপদের মুখে পড়তে পারেন এই নয় রাশির জাতক জাতিকা

Published : Nov 08, 2023, 08:56 AM IST

ভাগ্য সঙ্গ না দিলে কোনও কাজে সফল হওয়া কঠিন। এদিকে প্রতি মুহূর্তে পরিবর্তন হয়ে চলেছে গ্রহের অবস্থান। কোনও কোনও গ্রহের যোগে যেমন শুরু হচ্ছে ভালো সময় তো কারও ক্ষেত্রে দেখা দিচ্ছে কঠিন সময়। আজ রইল নয় রাশির কথা। এদের নভেম্বরের শুরু কাটবে কঠিন ভাবে।

PREV
110

নভেম্বর মাসে বক্র গতিতে অবস্থান বৃহস্পতির। এই নভেম্বরে শনি গতি পরিবর্তন করবে। মীন রাশিতে অবস্থান করবে রাহু। তাই এই মাসে বহু রাশিরই বিপদ রয়েছে। সতর্ক হন এর আগে।

210

মেষ রাশি

শাস্ত্র মতে, খারাপ সময় শুরু হচ্ছে মেষ রাশির। অর্থের দিক থেকে সমস্যায় পড়তে পারেন এই রাশির ছেলে মেয়েরা। এই রাশির ছেলে মেয়েদের সংসারে আসতে পারে অমঙ্গল।

310

বৃষ রাশি

কর্মক্ষেত্রে শুভ প্রাপ্তি হবে বৃষ রাশির। মাসের দ্বিতীয় ভাগে সময়ের পরিবর্তন হতে পারে। যে কোনও কাজের ফল সঠিক নাও পেতে পারেন।

410

মিথুন রাশি

রাহুর ছায়া অবস্থান করছে মিথুন রাশির ওপর। ব্যবসায় উন্নতি হবে মিথুন রাশির। এই সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন।

510

কর্কট রাশি

কর্মক্ষেত্রে শুভ প্রাপ্তি হতে পারে কর্কট রাশির। তবে, সংসারে কিছু সমস্যা দেখা দিতে পারে। চাকরি ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। নভেম্বর মাসের শুরু দিকে থাকুন সতর্ক।

610

সিংহ রাশি

আর্থিক সমস্যায় পড়তে পারেন সিংহ রাশির ছেলে মেয়েরা। পুরনো সমস্যা ফিরে আসতে পারে। এই সময় যে কোনও কাজ করার আগে সতর্ক হন।

710

কন্যা রাশি

ব্যবসায় সময় কঠিন হতে পারে কন্যা রাশির জন্য। এই সময় নানান সমস্যা দেখা দিতে পারে। এই সময় সতর্কতার সঙ্গে পা ফেলুন।

810

তুলা রাশি

কর্মক্ষেত্রে উত্থান-পতন ও জটিলতার সৃষ্টি হতে পারে। তুলা রাশির ছেলে মেয়েরা থাকুন সতর্ক।

910

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জন্য কঠিন সময়। এই সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। অর্থ কষ্টে ভুগতে পারেন বৃশ্চিক রাশির ছেলে মেয়েরা।

1010

ধনু রাশি

ধনু রাশির জন্য দিন কঠিন। এই সময় ঘোর বিপদে পড়তে পারেন। সর্বক্ষেত্রে সাবধানে থাকুন। এই সময় আপনার কোনও সিদ্ধান্ত ভুল প্রমাণিত হতে পারে।

click me!

Recommended Stories