কুবেরের প্রিয় রাশি এরা, কখনও টাকার অভাবে পড়তে হয় না এদের, দেখুন কারা রয়েছেন সেই তালিকায়

Published : Aug 06, 2024, 02:58 PM IST
Kuber

সংক্ষিপ্ত

কুবের দেবতাকে অর্থ-সম্পদের দেবতা বলে মনে করা হয়। বলা হয়, যখনই কারোর ওপর কুবের দেবতার কৃপা থাকে, সেই জাতকের জীবনে সুখ-সমৃদ্ধি প্রাপ্তি হয়।

প্রত্যেক রাশির কোনও না কোনও অধিপতি থাকে। গ্রহ ছাড়াও দেব-দেবীদের কৃপাও কিছু রাশির ওপর থাকে। জ্যোতিষ মতে, কুবের দেবতাকে অর্থ-সম্পদের দেবতা বলে মনে করা হয়। বলা হয়, যখনই কারোর ওপর কুবের দেবতার কৃপা থাকে, সেই জাতকের জীবনে সুখ-সমৃদ্ধি প্রাপ্তি হয়। এছাড়াও অর্থ সংক্রান্ত সমস্যা শেষ হয়ে যায়। তবে কুবের দেবতার কিছু প্রিয় রাশি রয়েছে, যাঁদের জীবনে কখনও কোনও অভাব আসে না।

বৃষ রাশি :- বৃষ রাশির ওপর কুবের দেবতার কৃপা থাকে। যার ফলে তারা ভৌতিক সুখ প্রাপ্তি করে। পরিবারের সব প্রয়োজনীয়তা মিটিয়ে ফেলে এই রাশির জাতকেরা। বৃষ রাশির অধিপতি শুক্র গ্রহ। যিনি এই রাশির জাতকদের সব ধরনের সুবিধা, সুখ, বিলাসিতা দিয়ে থাকে।

তুলা রাশি :- কুবেরের কৃপায় এই রাশির জাতকেরা যে কাজ করবে বলে মনে করে সেটা করেই দম নেয়। এই রাশির অধিপতিও শুক্র। আর শুক্র ও কুবেরের কৃপায় এদের মালামাল হতে বেশি সময় লাগে না। কুবের দেব তুলা রাশির ওপর সবসময় তাঁর কৃপাদৃষ্টি দিয়ে থাকে।

কর্কট রাশি :- দেবতাদের কোষাধক্ষ্য কুবের দেবের কৃপা বরাবরই থাকে এই রাশির ওপরে। জ্যোতিষ শাস্ত্রে, এই রাশির জাতকেরা নিজের বুদ্ধি ও পরিশ্রমের জেরে অর্থলাভ করতে সফল হয়। আর্থিক দিক থেকে ও কেরিয়ারে এই রাশির কোনও সমস্যা থাকে না।

বৃশ্চিক রাশি :- যে কোনও কাজ নিয়ে বৃশ্চিক রাশির জাতকেরা প্যাশনেট হন। নিজের কর্ম দক্ষতার কারণে এরা যে কোনও পরিস্থিতিকে অনুকূল করতে সফল হন। কুবের দেব কখনও এদের অর্থের অভাবে রাখে না। এদের পকেট সব সময় ভারী থাকে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গী আজ আর্থিক বিষয়েও আপনাকে সাহায্য করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে প্রচুর লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল