লক্ষ্মী নেই ভাগ্যে, হাজার চেষ্টার পরেও টাকা জমাতে ব্যর্থ হন এই চার রাশি, দেখে নিন তালিকায় কে কে

Published : Sep 09, 2025, 12:00 PM IST

মিথুন, বৃশ্চিক, তুলা এবং মীন রাশির জাতক জাতিকারা হাজার চেষ্টা করেও টাকা জমাতে পারেন না। বিভিন্ন কারণে তাদের জমানো টাকা খরচ হয়ে যায়, ফলে সঞ্চয় করা তাদের জন্য কঠিন হয়ে পড়ে।

PREV
15

সঞ্চয় করতে সকলেই চান। ভবিষ্যতের কথা ভেবে নিজের রোজগার থেকে একটা অংশ সঞ্চয় করে থাকেন সকলে। আর তা অত্যন্ত জরুরিও। কিন্তু, জানেন কি এমন কিছু রাশির জাতক জাতিকা আছেন যাদের কপালে সঞ্চয় নেই। হাজার চেষ্টা করেও টাকা জমাতে পারেন না এই চার রাশির ছেলে মেয়েরা। দেখে নিন কোন রাশির ব্যক্তিরা টাকা জমাতে পারেন না

25

মিথুন

রাশিচক্রের তিন নম্বর রাশি হল মিথুন। এই রাশির ছেলে মেয়েরা চেষ্টা করেও অর্থ সঞ্চয় করতে পারেন না। এদের খরচের হাত বেশি হয়। এরা যা সঞ্চয় করেন তাও খরচ করে ফেলেন। এরা টাকা সঞ্চয়ের চেষ্টা করেও বারে বারে ব্যর্থ হন। এদের কপালে সঞ্চয় একেবারে নেই। তাই আপনার রাশি যদি হয় মিথুন তাহলে আপনার ভাগ্যেও নেই অর্থ সঞ্চয়।

35

বৃশ্চিক রাশি

পরিকল্পনা মতো চলতে পছন্দ করেন বৃশ্চিক রাশির ছেলে মেয়েরা। যে কারণে এরা টাকা জমানোর চেষ্টাও করেন। এরা যত টাকাই জমান না কেন, কোনও না কোনও কারণে খরচ হয়ে যায়। এরা হাজার চেষ্টা করেও টাকা সঞ্চয় করতে পারেন না। কঠোর পরিশ্রম করে মোটা টাকা উপার্জন তো করে থাকেন। তবে সে টাকা সঞ্চয় করতে পারেন না এরা।

45

তুলা রাশি

তুলা রাশির ব্যক্তিরাও তাঁদের জীবনকালে টাকা জমাতে ব্যর্থ হন। এঁদের সর্বদা অপরিকল্পিত কারণে জমানো অর্থ খোয়াতে হয়। কিছু দিন টাকা জমানোর পরই এমন কোনও ঘটনা ঘরে যার জন্য এদের টাকা জমে থাকে। এদের টাকা জমে না একেবারেই। সে কারণে নানান সময় দেখা দেয় জটিলতা।

55

মীন রাশি

আপনার রাশি যদি মীন হয় তাহলে আপনিও আছেন এই তালিকায়। মীন রাশি জাতক জাতিকাদের ভবিষ্যত নিয়ে বেশি চিন্তা থাকে। যে কারণে তারা সব সময় সঞ্চয় করতে চান। সে কারণে কষ্ট করে টাকাও জমান। তবে, সে টাকা কোনও না কোনও কারণে খরচ হয়ে যায়। সঞ্চয়ের ব্যাপারে সব সময় সতর্ক হন। টাকা সঞ্চয় করতে পারলেও কোনও না কোনও কারণে তা খরচ করে ফেলেন।

Read more Photos on
click me!

Recommended Stories