দুর্গাপুজোর আর পাঁচ দিন বাকি। এই সময় চারিদিকে শুরু হয়ে গিয়েছে সাজো সাজো রব। কোথাও হচ্ছে প্যান্ডেল উদ্বোধন তো কোথাও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই সময় সকলেই চান নির্ঝঞ্ঝাটে সময় কাটাতে। কিন্তু, সকলের ভাগ্যে সে সুখ নেই। এমনই উঠে এসেছে জ্যোতিষ গণনায়। শাস্ত্র মতে, উৎসবের মাঝেই চার রাশির জীবনে নেমে আসতে পারে হঠাৎ দুর্যোগ। দেখেনিন তালিকায় কে কে।