উৎসবের মাঝেই চার রাশির জীবনে নেমে আসতে পারে হঠাৎ দুর্যোগ, দেখে নিন তালিকায় কে কে

Published : Sep 22, 2025, 11:35 AM IST

জ্যোতিষ গণনা অনুসারে, দুর্গাপুজোর উৎসবের আবহেও চার রাশির জাতকদের জীবনে হঠাৎ দুর্যোগ নেমে আসতে পারে। মিথুন, কর্কট, কুম্ভ এবং মীন রাশির জাতক-জাতিকাদের এই সময় বিভিন্ন বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

PREV
15

দুর্গাপুজোর আর পাঁচ দিন বাকি। এই সময় চারিদিকে শুরু হয়ে গিয়েছে সাজো সাজো রব। কোথাও হচ্ছে প্যান্ডেল উদ্বোধন তো কোথাও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই সময় সকলেই চান নির্ঝঞ্ঝাটে সময় কাটাতে। কিন্তু, সকলের ভাগ্যে সে সুখ নেই। এমনই উঠে এসেছে জ্যোতিষ গণনায়। শাস্ত্র মতে, উৎসবের মাঝেই চার রাশির জীবনে নেমে আসতে পারে হঠাৎ দুর্যোগ। দেখেনিন তালিকায় কে কে।

25

মিথুন রাশি

প্রখ্যাত এক জ্যোতিষির গণনা অনুসারে, মিথুন রাশির জাতক/ জাতিকাদের এই পুজোয় আনন্দের সঙ্গে একট সাবধানে থাকতে হবে। পুজোর সময় আপনার নেওয়া কোনও সিদ্ধান্তের কারণে চিন্তা বাড়বে। এই সয় কোনও ঝামেলা থেকে দূরে থাকাই ভালো। এই সময় সব কাজে থাকুন সতর্ক।

35

কর্কট রাশি

পুজোর সময়টা কর্কট রাশির জন্য কঠিন হতে পারে। এই সময় আনন্দের পাশাপাশি একটু সব দিক বাঁচিয়ে চলতে হবে। ঝুঁকিপূর্ণ কোনও কাজ করতে যাওয়া যাবে না। এই সময় কোনও ধরনের উচ্ছশৃঙ্খলা থেকে দূরে থাকতে হবে।

45

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সময় কঠিন হতে পারে। কারও সঙ্গে অযথা ঝামেলা করবেন না। তেমনই রাস্তায় গাড়ি চালানোর সময় সতর্ক হব। এই সময় ব্যবসার কাজেও সতর্ক হতে হবে। পুজোর সময় গ্রহের পরিবর্তন হতে চলেছে। যার প্রভাব পড়বে কয় রাশির ওপর। এই সময় তাই সতর্ক থাকতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের।

55

মীন রাশি

শীঘ্রই ভাগ্য বদল হবে মীন রাশির জাতক জাতিকার। খুব ধীরে ভাবনা চিন্তা করে যে কোনও সিদ্ধান্ত নেবেন। এই সময় কোনও কাজে তাড়াহুড়ো করবেন না। পুজোর কদিন ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলাই ভালো। এই সময় দূরে থাকুন জটিল কাজ থেকে। শাস্ত্র মতে, উৎসবের মাঝেই এই রাশির জীবনে নেমে আসতে পারে হঠাৎ দুর্যোগ। তাই থাকুন সতর্ক।

Read more Photos on
click me!

Recommended Stories