- Home
- Astrology
- Horoscope
- বিজয় দশমীর পর বিরাট বদল, ভাগ্য খুলবে চার রাশির, শনিদেবের কৃপায় ভাগ্য আপনাকে সঙ্গ দেবে
বিজয় দশমীর পর বিরাট বদল, ভাগ্য খুলবে চার রাশির, শনিদেবের কৃপায় ভাগ্য আপনাকে সঙ্গ দেবে
শাস্ত্র মতে, শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতে চলেছে, যার ফলে তৈরি হচ্ছে এক বিশেষ যোগ। এই শনির নক্ষত্র পরিবর্তনের শুভ প্রভাবে মকর, কুম্ভ, মিথুন ও কর্কট—এই চার রাশির জাতক-জাতিকাদের জীবনে আসতে চলেছে বিরাট উন্নতি।

শাস্ত্র একাধিক গ্রহ ও নক্ষত্রের উল্লেখ আছে। প্রতি নিয়ত নিজেদের স্থান পরিবর্তন করে থাকে এই সকল গ্রহ ও নক্ষত্র। যার দ্বার তৈরি হচ্ছে নানান যোগ। এর শুভ ও খারাপ প্রভাব পড়বে বিভিন্ন রাশির জীবনে। এবার পুজোর পর তৈরি হচ্ছে বিশেষ যোগ। ভাগ্য খুলবে চার রাশির।
শাস্ত্র মতে, শনিদেবের কৃপায় ভাগ্য থাকবে আপনার সঙ্গে। ভাগ্য খুলবে চার রাশির। শনি নক্ষত্র পরিবর্তনের ফলে জীবনে বিরাট উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে। শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। এতে কয়েক রাশির জীবনে আসতে পরিবর্তন।
মকর রাশি
মকর রাশির জাতক-জাতিকাদের জন্য শনির নক্ষত্র পরিবর্তন আরও সুন্দর পরিস্থিতি তৈরি করতে চলেছে। রাশির তৃতীয় ঘরে ভ্রমণ করতে চলেছেন। এবার নতুন দায়িত্ব পাবেন এই সময়। সঙ্গীর সঙ্গে ভালো পরিস্থিতি আসতে চলেছে। এ
কুম্ভ রাশি
শনির নক্ষত্র পরিবর্তনের ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আরও সুন্দর সময় আসতে চলেছে। ধনের ঘরে শনিদেব সঞ্চয়ন করবেন শনিদেব। চাকরিজীবীদের জন্য ভালো সময় আসছে। বেতনের সঙ্গে সঙ্গে প্রমোশন ও ভালো ইনক্রিমেন্ট হতে চলেছে। বড়সড় সুবিধা হতে চলেছে জীবনে। আর্থিক সাফল্য আসবে। জীবন আগের থেকে আরও সুন্দর হতে চলেছে।
মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকার জীবনে আসতে চলেছে শুভ সময়। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। এই সময় সকল বাধা বিপত্তি কেটে যাবে। শনির নক্ষত্র পরিবর্তন বিরাট উন্নতি ঘটবে। কর্ম জীবনে হবে উন্নতি। কর্মস্থলে নতুন সুযোগ আসবে। এই সময় চাকরি ও ব্যবসায় ভালো পরিস্থিতি তৈরি হবে।
কর্কট রাশি
সময়টা কর্কট রাশির জন্য ভালো দিন। ৩ অক্টোবর থেকে ভাগ্য বদল হবে কর্কট রাশির। এই সময় আর্থিক উন্নতি হবে। যারা চাকরি খুঁজছেন তারা নতুন চাকরি পেতে পারেন। তেমনই পরিবারে সুখ ও শান্তি বজায় থাকবে। কর্কট রাশির জীবনে আসছে ভালো সময়।

