একাধিক রাজযোগে প্রেমজীবনে উন্নতি, শ্রাবণ নক্ষত্রের প্রভাবে বদলে যাবে এই ৫ রাশির ভাগ্য

Published : Aug 10, 2025, 11:26 AM IST

Astro Tips: গত ৯ অগাস্ট ছিলো রাখি পূর্ণিমা। আর এবছর রাখিতে ১০০ বছর পর তৈরি হয়েছে শ্রবণ নক্ষত্র এবং চন্দ্র ও সূর্যের দুর্লভ যোগ। এরফলে বেশকিছু রাশির জন্য এই যোগ বয়ে আনবে সৌভাগ্য। জানুন বিশদে… 

PREV
15
বৃষ রাশি

বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য় এই যোগে সুদিন ফিরবে। জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্কও মজবুত। সৃজনশীল কাজে সাফল্য পাবেন। পড়াশোনার ক্ষেত্রে বিদেশ যাওয়ার সুযোগ হতে পারে। বিনিয়োগের ক্ষেত্রেও এই সময়টি অত্যন্ত শুভ। সন্তানদের কাছ থেকেও সুখবর পেতে পারেন। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদের মীমাংসা হতে পারে। হতে পারে আচমকা বিরাট অর্থলাভ। 

25
মিথুন রাশি

একাধিক শুভ যোগের প্রভাবে মিথুন রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিক থেকে উন্নতি হতে পারে। সমাজে মান সম্মান বাড়বে। যে কোনও কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে সাফল্য লাভ হবে। অনেক দিনের আটকে থাকা কাজও শেষ হতে পারে। কর্মক্ষেত্রেও মিলবে সাফল্য লাভ। 

35
কর্কট রাশি

এই তিথিতে কর্কট রাশির জাতক-জাতিকারা পুরনো কাজে সাফল্য লাভ করতে পারেন। অনেক দিনের মনের ইচ্ছা পূরণ হতে পারে। চাকরিতে কাজের পরিবেশ অনুকূল থাকবে। লটারি কাটলে বাম্পার লাভবান হতে পারে এই রাশির অধিকারীরা। এছাড়াও কেরিয়ারে প্রভাবশালী কারও সঙ্গে যোগাযোগ হতে পারে। 

45
মকর

ধন-বৈভব, মান সম্মান অর্জন করবে মকর রাশির জাতক-জাতিকারা। পাকা হবে অর্থ উপার্জনের একাধিক রাস্তা। চাকরিতে মিলতে পারে নতুন সুযোগ। সামাজিক সম্পর্কও দৃঢ় হবে। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পেতে পারেন। এছাড়াও বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে। 

55
ধনু রাশি

একাধিক রাজযোগের প্রভাবে প্রেমজীবনে লাভবান হবেন ধনু রাশির জাতক-জাতিকারা। যে কোনও কাজে সঙ্গীর পূর্ণ সহযোগিতা থাকবে। শখ পূরণ করার জন্য অর্থ ব্যয় করতে পারেন। নতুন কোনও কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। পুরনো ঋণও শোধ হওয়ার সম্ভাবনা রয়েছে।  

Read more Photos on
click me!

Recommended Stories