- Home
- West Bengal
- Kolkata
- নবান্ন অভিযানে গিয়ে প্রহৃত অভয়ার মা, হাসপাতাল থেকেই বেরিয়েই বিস্ফোরক অভিযোগ সজল ঘোষের
নবান্ন অভিযানে গিয়ে প্রহৃত অভয়ার মা, হাসপাতাল থেকেই বেরিয়েই বিস্ফোরক অভিযোগ সজল ঘোষের
Sajal Ghosh On Nabanna Abhiyan: তিলোত্তমার মৃত্যুর ন্যায় বিচারের দাবিতে শনিবার পথে নামে অভয়ার বাবা-মা। সেখানে মিছিলে পুলিশে হাতে অভয়ার মায়ের আক্রান্ত হওয়ার খবরে সরগরম রাজ্য-রাজনীতি। এই বিষয়ে কী বললেন বিজেপি নেতা সজল ঘোষ? জানুন বিশদে…

নবান্ন অভিযানে প্রহৃত তিলোত্তমার মা
শনিবার নবান্ন অভিযানে গিয়ে পুলিশের হাতে প্রহৃত হন তিলোত্তমার মা। আপাতত শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল হলেও মাথায় সিটি স্ক্যান করা হয়েছে। কপালে তার ফোলা ভাবও রয়েছে বলে স্বাস্থ্য বুলেটিনে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে।
তিলোত্তমার মাকে নিয়ে বিস্ফোরক অভিযোগ
এদিকে রাতেই আহত তিলোত্তমার মাকে শহরের বেসরকারি হাসপাতালে দেখতে যান কলকাতার ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সজল ঘোষ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘’রোগীর অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। তবে বয়সটাও অনেক সেটাও দেখতে হবে।'' এরপরই তিনি জানান, এখানে অনেক চাপ রয়েছে। তাঁকে এইমসে নিয়ে যাওয়া হতে পারে।
পুলিশের ভূমিকায় সরব নির্যাতিতার পরিবার
RG Kar-এর নির্যাতিতার পরিবার নবান্ন অভিযানে যোগ দিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিল। রাস্তায় একাধিক জায়গায় আটকে দেওয়া-সহ তাঁকে মারা ও শাঁখা পলা ভেঙে দেওয়ার অভিযোগ তোলেন নির্যাতিতার মা। ঘটনার এক বছর পরেও RG Kar-এর নির্যাতিতা বিচার পায়নি বলেও সরব হন নির্যাতিতার পরিবার।
নবান্ন অভিযানে প্রহৃত নির্যাতিতার পরিবার
নবান্ন অভিযানে সামিল হয়ে নির্যাতিতার মা জানিয়েছেন, বাড়ি থেকে কলকাতার পথে একাধিকবার পুলিশ তাদের আটকে দিয়েছে। পুলিশ প্রথমে তাদের গাড়ির নম্বর নেয়। তারপর একাধিক জায়গায় তাদের গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করে। ডোরিনা ক্রসিং থেকে নবান্নের দিকে মিছিল শুরু করেন নির্যাতিতার পরিবার। তারপরও বারে বারে তাদের মিছিল আটকানোর
মেয়ের হত্যার বিচারের দাবি
তিনি বলেন, ‘’রাস্তায় পুলিশ মেরেছে। তিনি বলেছেন, ৪-৫ জন পুলিশ মেরেছে তাঁকে। তাঁর হাতের শাঁখা ভেঙে দিয়েছে। তিনি বলেছেন, তিনি নিরস্ত্র। তাই মমতা তাঁকে কেন নবান্ন যেতে দিতে সমস্যা কোথায়। তিনি শুধু মেয়ের হত্যার বিচার চান।''

